ওয়েব ডেস্ক : উত্তরপ্রদেশে ট্রেন দুর্ঘটনায় অন্তত ৪৫ জনের মৃত্যু হল। জখম বহু। কানপুরের কাছে পুখারিয়ায় লাইনচ্যুত হয় পাটনা-ইন্দোর এক্সপ্রেসের ১৪ টি কামরা। ভোররাত তিনটে নাগাদ দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়েই কানপুর ও ঝাঁসি থেকে ঘটনাস্থলে রওনা দেয় মেডিক্যাল টিম।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

উদ্ধারকাজে নেমে পড়ে  জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীও। ২ টি জেনারেল বগি, সবকটি এসি কোচ ও ৬ টি স্লিপার কোচ লাইনচ্যুত হয়। ২ টি কামরায় এখনও অনেকের আটকে থাকার আশঙ্কা। কী কারণে দুর্ঘটনা, তা এখনও পরিস্কার নয়।


আরও পড়ুন- কালো টাকা চিহ্নিত করতে একধাপ এগোল আয়কর দফতর


এদিকে, উত্তরপ্রদেশে ট্রেন দুর্ঘটনায় তদন্তের নির্দেশ দিল রেল দফতর। দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থার আশ্বাস দিয়েছেন রেলমন্ত্রী সুরেশ প্রভূ। উদ্ধারকাজ শুরু করেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা দল। ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।