ওয়েব ডেস্ক : দুঃস্থ রোগীদের বিনামূল্যে চিকিত্‍সা হয়নি। তাই নামজাদা পাঁচটি বেসরকারি হাসপাতালকে এবার ৬০০ কোটি টাকা জরিমানা করল দিল্লি সরকার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

যে পাঁচটি হাসপাতালকে এই জরিমানা করা হল-



১) সকেতের ম্যাক্স সুপার স্পেশালিটি হসপিটাল
২) ফর্টিস এসকর্টস হার্ট ইনস্টিটিউট
৩) শান্তি মুকুন্দ হসপিটাল
৪) ধরমশিলা ক্যানসার হসপিটাল
৫) পুষ্পবতী সিংঘানিয়া রিসার্চ ইনস্টিটিউট


১৯৬০ থেকে ১৯৯০-এর মধ্যে দিল্লি সরকারের কাছে সস্তায় জমি পায় হাসপাতালগুলি। শর্ত ছিল হাসপাতালের ইনডোরের ১০ শতাংশ শয্যা গরিবদের জন্য সংরক্ষিত থাকবে। আউট ডোর চিকিত্‍সার ২৫ শতাংশও গরিবরা বিনামূল্যে পাবেন। কিন্তু, কেউ কথা রাখেনি। গত বছরের শেষে হাসপাতালগুলিকে শোকজ করে দিল্লি সরকার। কেউই সন্তোষজনক উত্তর দিতে না পারায় তাদের জরিমানা করা হয়েছে।


তবে, পাঁচটি হাসপাতালের মধ্যে এসকর্টসের জরিমানার অঙ্কই সবচেয়ে বেশি। প্রায় ৫০৪ কোটি টাকা। দিল্লি হাইকোর্টের ২০০৭-এর একটি রায়ের ভিত্তিতে হাসপাতালগুলিকে জরিমানা করেছে কেজরিওয়াল সরকার।