ওয়েব ডেস্ক: হিট অ্যান্ড রান। ফের মুম্বই। রকেট গতিতে ধেয়ে আসা মার্সিডিজের ধাক্কা। গুরুতর ভাবে জখম ৫। তাদের সকলকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল কতৃপক্ষ জানিয়েছে, তাঁদের সকলের অবস্থাই আশঙ্কাজনক। গাড়িটিকে আটক করেছে পুলিস।  মার্সিডিজ গাড়ির চালক পলাতক। ঘাতক গাড়ির চালকের খোঁজ চালাচ্ছে মুম্বই পুলিস। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিস।


প্রত্যক্ষদর্শীদের মত ভোর রাতে এই ঘটনা ঘটে। একাটি সাদা রঙের মার্সিডিজ দূরন্ত গতিতে ধেয়ে আসছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ৫ জন পথচারীকে ধাক্কা মারে ওই মার্সিডিজ। এই ঘটনার পর ফের প্রশ্ন উঠছে মুম্বই শহরের প্রশাসনিক ভূমিকা নিয়ে। হিট অ্যান্ড রানের ঘটনা নিয়ে কয়েকদিন আগেও তোলপাড় হয়েছে দেশ। সালমান খানের হিট অ্যান্ড রান মামলা থেকে কলকাতায় মদ্যপ যুবক সাম্বিয়ার বেপরোয়া গাড়ির ধাক্কায় সেনা কর্মীর মৃত্যু, একের পর ঘটনায় ক্রমশ সামনে আসছে প্রশাসনের গাফিলতি।