নিজস্ব প্রতিবেদন: জম্মু-কাশ্মীরের কুলগামে হামলা চালাল জঙ্গিরা। জঙ্গিদের গুলিতে প্রাণ হারালেন পশ্চিমবঙ্গের ৫ বাসিন্দা। এনিয়ে গত ২০ দিনে কাশ্মীরে ১০ জন অ-কাশ্মীরি শ্রমিককে হ্ত্যা করল সন্ত্রাসীরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহার করেছে মোদী সরকার। তারপর ইউরোপীয় ইউনিয়নের ২৮ সাংসদের প্রতিনিধি দল গিয়েছেন কাশ্মীরে। সেখানকার অবস্থা খতিয়ে দেখবে ওই দলটি। ঠিক সেই সময়ে কাশ্মীরে হিংসা ছড়িয়ে শান্তি বিঘ্নিত করার চেষ্টা করছে জঙ্গিরা। এদিন কুলগামে শ্রমিকদের উপরে হামলা চালায় তারা। ৫ হত শ্রমিকই পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বাসিন্দা। গোটা জায়গাটিকে ঘিরে ফেলেছে নিরাপত্তারক্ষী। চলছে জোর তল্লাশি। 



জঙ্গিদের গুলিতে নিহতরা সকলেই পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বাসিন্দা। রোজগারের আশায় জম্মু-কাশ্মীরে গিয়েছিলেন তাঁরা। কিন্তু সেই নিরীহ খেটে খাওয়া মানুষদের টার্গেট করল জঙ্গিরা। নিহতদের নাম- কামরুদ্দিন শেখ, মুর্শিনাম শেখ, রফিক আহমদ শেখ, নইমুদ্দিন, রফিকুল আলম। 


আরও পড়ুন- বিসিসিআই প্রেসিডেন্ট নন, বাঙালি ছেলের আমন্ত্রণেই ইডেনে আসছেন হাসিনা