বিসিসিআই প্রেসিডেন্ট নন, বাঙালি ছেলের আমন্ত্রণেই ইডেনে আসছেন হাসিনা

| Oct 29, 2019, 20:47 PM IST
1/6

নিজস্ব প্রতিবেদন: বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ নন, বরং বাঙালি ছেলের আমন্ত্রণে সাড়া দিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

2/6

ইডেনে ভারত-বাংলাদেশ দিনরাতের টেস্টে শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছিলেন নতুন বিসিসিআই প্রেসিডেন্ট। সেই নেমন্তন্নে সাড়া দিলেন পড়শি দেশের প্রধানমন্ত্রী।

3/6

ঢাকার গণভবনে মঙ্গলবার সাংবাদিক বৈঠরে শেখ হাসিনা জানান, ''এটা প্রধানমন্ত্রী হিসেবে দাওয়াত নয়। বাঙালি ছেলে সৌরভের দাওয়াত। সৌরভের দাওয়াত বলেই আমি সেখানে যাব।''

4/6

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সে কথা জানিয়ে হাসিনা বলেন,'' সৌরভ বাঙালি।একসময় ক্রিকেটে খুব নাম করেছিল। এই প্রথম একজন বাঙালি হিসেবে বিসিসিআইয়ের প্রধান হল। এরপর সে আমাকে ফোন করেছিল। আমাকে দাওয়াত দিল। বলল, আমি যেন ওখানে যাই এবং খেলার শুরুতে অন্তত থাকি। আমি রাজি হয়ে গেলাম।''

5/6

উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন শেখ হাসিনা। বিকেলে ফিরে যাবেন বাংলাদেশে।

6/6

কলকাতায় টেস্ট দেখার ফাঁকে তিস্তা চুক্তি নিয়ে কোনও কথা হবে? সাংবাদিকদের প্রশ্নে হাসিনা রসিকতা করে বলেন,''ক্রিকেটকে নদীর মধ্যে নিয়ে যাচ্ছেন কেন?''