নিজস্ব প্রতিবেদন : মহারাষ্ট্রে ট্রেন দুর্ঘটনার রেশ কাটেনি। তার মধ্যেই পরিযায়ী শ্রমিকদের আরও এক দুর্ঘটনার খবর। ট্রাকে চড়ে হায়দরাবাদ থেকে মধ্যপ্রদেশের ঝাঁসিতে বাড়ি ফিরছিলেন জনা ২০ পরিযায়ী শ্রমিক। মাঝপথে উল্টে গেল আম বোঝাই সেই ট্রাক। ঘটনাস্থলেই প্রাণ হারালেন ৫ জন। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি ১৫। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তার উপর তাঁদের একজনের দেহে করোনা ভাইরাসের প্রাথমিক লক্ষণ মিলেছে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

লকডাউন পরিস্থিতিতে হায়দরাবাদে বহুদিন আটকে ছিলেন এই পরিযায়ী শ্রমিকরা। এদের কার‌ও বাড়ির মধ্যপ্রদেশে আবার কার‌ও বাড়ি উত্তরপ্রদেশে। ঝাঁসিগামী আম বোঝাই একটি ট্রাকে যাত্রা করার সিদ্ধান্ত নেন এই কুড়িজন পরিযায়ী শ্রমিক। মধ্যপ্রদেশের নরসিংপুর গ্রাম দিয়ে যাওয়ার সময় উল্টে যায় ট্রাকটি। 


]


আপাতত হাসপাতালে চিকিৎসা চলছে আহত শ্রমিকদের। তার পাশাপাশি একজনের জ্বর, শুকনো কাশি ও শ্বাসকষ্ট থাকায় বাতি সর্তকতা নেওয়া হয়েছে। বাকি শ্রমিকদেরও লালারসের নমুনা টেস্টের জন্য পাঠানো হয়েছে।
মহারাষ্ট্রে বাড়ি ফেরার পথে লাইনে বিশ্রাম নেওয়ার সময়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় ১৬ জন পরিযায়ী শ্রমিকের। সোশ্যাল মিডিয়াজুড়ে ছড়িয়ে পড়া সেই মর্মান্তিক খবর ছড়িয়ে পড়ার মধ্যেই আবারও আরও এক মর্মান্তিক দুর্ঘটনা। 
আরও পড়ুন: ফের লকডাউন? আগামিকাল মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিয়ো বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী