ওয়েব ডেস্ক: ভারতীয় উপকুল রক্ষী বাহিনীর (আইসিজি) হাতে গুজরাটে আটক হল ২৬ জন পাক মত্স্যজীবী এবং পাঁচটি মাছ ধরার নৌকা। আইসিজি ইন্টারসেপ্টর ভেসেল সি৪১৯-এর মাধ্যমে সমুদ্রের মধ্যেই আটক করা হয়েছে নৌকাগুলিকে।


সাম্প্রতিককালের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার এমনভাবে আটক করা হল উপকুল রক্ষী বাহিনীর তরফে। অক্টোবরে ভুজ এলাকায় ৯ পাকিস্তানি মত্স্যজীবীকে সন্দেহ করে বিএসফ। হঠাতই একটি কাঠের নৌকা দেখা যায় ভারতীয় জলভূমিতে। তার পরেই নয় মত্স্যজীবীকেই আটক করা হয়েছিল জিজ্ঞাসাবাদের জন্য। কিন্তু তাঁদের কাছ থেকে মাছ ধরার সরঞ্জাম ছাড়া আর কিছুই পাওয়া যায়নি।


আরও পড়ুন- শরিয়া আদালতকে নিষিদ্ধ ঘোষণা ম্যাড্রাস হাইকোর্টের