ওয়েব ডেস্ক: জাহ্নবি ব্যাহেল, নামটা প্রথমবার শোনা গেল না। ১৫ বছরের এই মেয়েটিকে ২৬ জানুয়ারি দেখা গিয়েছিল প্রাধানমন্ত্রীর কাছ থেকে বিশেষ সম্মান নিতে। সেদিন কারণ ছিল স্বচ্ছ ভারত অভিযান। আরও একবার এই ছোট্ট মেয়েটি খবরের শিরোনামে। তবে এবার আর কারণ প্রধানমন্ত্রী নয়, এই মুহূর্তে দেশের সবথেকে চর্চিত নাম, কানহাইয়া কুমার।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 'দেশদ্রোহী' কানহাইয়াকে প্রধান মন্ত্রীকে নিয়ে ওপেন ডিবেটের চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন জাহ্নবী। এই চ্যালেঞ্জেই রাতারাতি আরও একবার 'হিরো' হয়ে গেলেন জাহ্নবী। পাঞ্জাবের এই ১৫ বছরের তরুণীর সম্পর্কে জেনে নেওয়া যাক কিছু তথ্য।


১. ১৫ বছরের জাহ্নবীর প্রেরণা হলেন মাদার টেরেজা।



২. শিশুদেরকে তামাক বিক্রি বন্ধ করতে একটি 'স্টিং অপারেশন ' করেছিলেন জাহ্নবী।



৩. কন্যাভ্রূণ হত্যার বিরুদ্ধে প্রচার করতে একটি ডকুমেন্টরি বানিয়েছিলেন ৫ বছরের মেয়েটি। নাম ' মা মেরা কী কসুর'।



৪. স্বচ্ছ ভারত অভিযানে তার অবদানের জন্য প্রজাতন্ত্র দিবসে জাহ্নবীকে বিশেষ সম্মান দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।



৫. সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে পর্ন ও অ্যাডাল্ট সিনেমা দেখানোর বিরুদ্ধে পাঞ্জাব ও হরিয়ানা হাই কোর্টের দ্বারস্থ হয়েছে জাহ্নবী।