ওয়েব ডেস্ক: ভোট দিতে যাচ্ছেন নিশ্চয়ই? ভোট দেওয়া আমাদের প্রত্যেকের গণতান্ত্রিক অধিকার। ভোট দিতে গেলেই আঙুলে একধরণের কালি লাগানো হয়। এর থেকেই বোঝা যায় যে, আপনি ভোট দিয়েছেন। কিন্তু ভোটে ব্যবহৃত এই কালি সম্বন্ধে কী কী জানেন আপনি?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ভোটের কালি সম্পর্কে অজানা ৫টি তথ্য জেনে নিন-


১) ১৯৬২ সালে ভারতের তৃতীয় নির্বাচনে প্রথম ভোটের কালি ব্যবহার করা হয়।
২) ২০০৬ সাল থেকে নির্বাচন কমিশন নতুন নিয়মে তর্জনিতে আঙুলের মাঝখান থেকে প্রথম গাঁট পর্যন্ত কালি লাগানো হয়। এর আগে এই কালি তর্জনীর নখ এবং ত্বকে আড়াআড়িভাবে লাগানো হত।
৩) ভোটের কালিতে সিলভার নাইট্রেট থাকে। সেই সিলভার নাইট্রেট ত্বকের সংস্পর্শে এসে ত্বকের লবনের সঙ্গে মেশার ফলেই এটি এমন বিক্রিয়া করে যা জলে ধোয়া যায় না।
৪) বাজারে আপনি এই কালি বিক্রি হয় না।
৫) ভোটের এই কালি তৈরির সবচেয়ে পুরনো সংস্থা MPVL।