ওয়েব ডেস্ক: ভয়ঙ্কর প্রাকৃতিক বির্যয় বিহারে! গত ২৪ ঘন্টায় বাজ পড়ে মারা গেলেন প্রায় ৫০ জন। সারারাত প্রবল বর্ষণ হয়েছে সারা বিহার জুড়ে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পাটনায় ১৭.২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এর পাশাপাশি গয়াতে ৩২.৬ মিমি, ভাগলপুরে ২৫.৭ মিমি বৃষ্টি হয়েছে।



রোহতাস ও পাটনা মিলিয়ে বজ্রদগ্ধ হয়ে মারা যান মোট ১৬জন। রাজ্য সরকারের তরফ থেকে ক্ষতিগ্রস্থদের পরিবারের জন্য ৪ লক্ষ টাকার ক্ষতিপূরণ দেওয়ার কথা জানানো হয়েছে।


তন্দা থানার অন্তর্গত, ডার্মিকলা গ্রামে ক্ষেত থেকে ফেরার পথে এক বাবা-ছেলে একসঙ্গেই বজ্রদগ্ধ হয়ে মারা যান।


এই ভয়ানক পরিস্থিতি সামলানোর জন্য ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী নিতীশ কুমার যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কার্য শুরু করতে বলেছে।