ওয়েব ডেস্ক: আজ বিকেলেই পুরীর মন্দিরে পুজো দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। মন্দির দর্শনে মোতায়ন থাকবে ৫০০ সেবায়েত। কালকের সেবায়েত-বিতর্কের প্রতিবাদ হিসেবেই এত সংখ্যক সেবায়েত মোতায়ন থাকবে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গতকালই মমতা ওড়িশায় পৌছনোর আগে, তাঁকে মন্দিরে ঢুকতে না দেওয়ার দাবি তোলেন সেবায়েতদের একাংশ। গোমাংস নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্য আপত্তিকর। এই অভিযোগে, তাঁর পুজো দেওয়া নিয়ে মন্দির কমিটির কাছে আপত্তি জানান, সেবায়েত সোমনাথ খুন্টিয়া। এর কিছুক্ষণের মধ্যেই অবশ্য, জগন্নাথ মন্দিরে অশান্তি বাধানোর অভিযোগে ওই সেবায়েতকে আটক করে পুলিস। তিনি ভারতীয় জনতা যুব মোর্চার পুরী জেলার সভাপতিও। 


তৃণমূলের অভিযোগ, এই বাধা দেওয়ার চক্রান্ত বিজেপির। পুরীর মন্দিরের দয়িতাপতি জগন্নাথ দাস মহাপাত্র অবশ্য বাংলার মুখ্যমন্ত্রীকে স্বাগত জানিয়েছেন। এই চাপানউতোরের মাঝে নিরাপত্তার স্বার্থে, মন্দির এলাকার নিরাপত্তা কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে ওড়িশা পুলিস।