নিজস্ব প্রতিবেদন: গত ২৪ ঘন্টায় দেশে ৫,২৩৩ টি নতুন কোভিড -১৯ সংক্রমণের কথা জানা গেছে। ভারতে মঙ্গলবারের তুলনায় বুধবার প্রায় ৪০ শতাংশ সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। মঙ্গলবার ভারতে ৩,৭১৪ টি নতুন কোভিড সঙ্ক্রমণের ঘটনা ঘটে। দেশে গত ২৪ ঘন্টায় ৩,৩৪৫ জন আরোগ্যলাভ করেছে এবং ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মোট সক্রিয় সংক্রমণ বর্তমানে ২৮,৮৫৭ হয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ইতিমধ্যেই, মহারাষ্ট্রে সংক্রমণের একটি বিশাল বৃদ্ধি দেখা গিয়েছে। মঙ্গলবার মহারাষ্ট্র থেকে ১,৮৮১ জন নতুন সংক্রমিতের খবর পাওয়া গিয়েছে। গত তিন সপ্তাহে, মুম্বইয়ে যথাক্রমে ৩৫০ শতাংশ, ১৯২ শতাংশ এবং অবশেষে ১৩৬ শতাংশ করোনা সংক্রমণ বেড়েছে। 


রাজধানী দিল্লিতে ৪৫০ টি নতুন কোভিড কেস এবং আরও একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সংক্রমণের হার ১.৯২ শতাংশে নেমে এসেছে। কেরালাতেও কোভিড সংক্রমণের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ডঃ রাজীব জয়দেবন, কো-চেয়ারম্যান ন্যাশনাল আইএমএ কোভিড টাস্ক ফোর্স বলেছেন যে মহারাষ্ট্র এবং কেরালায় পরিবেশগত কারণে অন্য রাজ্যের তুলনায় সংক্রমণ বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। 


আরও পড়ুন: Rajya Sabha Election: প্রয়োজনীয় বিধায়কের সমর্থন রয়েছে, রাজ্যসভার নির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাসী ড. সুভাষ চন্দ্র


ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (ICMR) এর তথ্য অনুসারে ভারত এখনও পর্যন্ত মোট ৮৫.৩২ কোটি (৮৫,৩২,০৯,২৬২) পরীক্ষা করা হয়েছে। দেশব্যাপী টিকাদান অভিযানে ১৯৪.২৭ কোটিরও বেশি (১,৯৪,২৭,১৬,৫৪৩) টিকার ডোজ দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত, ৩.৪৫ কোটিরও বেশি (৩,৪৫,৫৮,৩৬৬) ১২-১৪ বছর বয়সী কিশোর-কিশোরীদের কোভিড-১৯ ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া হয়েছে।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)