নিজস্ব প্রতিবেদন: গরুকে ধর্ষণ! ভাবা যায়? এরকমই ঘৃণ্য ঘটনার দায়ে ৫৫ বছরের এক পুরুষের নামে কড়া মামলা রুজু করে গ্রেফতার করল পুলিস। ৪ জুলাই ভোর ৪ টা নাগাদ ভোপালের সুন্দর নগরে একটি ডেয়ারিতে যায় ওই ব্যক্তি। সেখানেই একটি গরুর সঙ্গে অভব্য আচরণ শুরু করে সে। সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে থানায় অভিযোগ দায়ের করে ওই ডেয়ারির মালিক রাম যাদব।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



ভোপালের অশোকা গার্ডেন থানার পুলিস ইন চার্জ অলক শ্রীবাস্তব জানিয়েছেন, সুন্দর নগরের ওই ডেয়ারিতে ঢুকে অস্বাভাবিক ভাবেই গরুর সঙ্গে যৌনকর্ম করছিল ওই ব্যক্তি। প্রথমে দেখেও ওই ব্যক্তিকে ছেড়ে দেন ডেয়ারির মালিক। তবে পরদিন সিসিটিভি দেখে পুলিসের কাছে অভিযোগ জানান।


আরও পড়ুন: অবসরপ্রাপ্ত এই পোস্টম্যান-কে পদ্মশ্রী, ভারতরত্ন দেওয়ার দাবি দেশজুড়ে, কী এমন করেছেন ইনি!


ইতিমধ্যেই ওই অভিযুক্ত ব্যক্তিকে ৩৭৭ ধারায় গ্রেফতার করেছে পুলিস। এই ধারায় সর্বোচ্চ সাজা আজীবন জেল কিংবা ১০ বছরের জেল এছাড়া জরিমানাও হতে পারে।  এই ঘটনা প্রকাশ্যে আসতেই তীব্র নিন্দার ঢেউ উঠছে নেটজগতে। সকলে ঘৃণা উগড়ে দিচ্ছেন সোশ্যাল মিডিয়ায়।