ওয়েব ডেস্ক: কোয়েস্ট ফর দ্য হায়েস্ট। বিশ্বের সর্বোচ্চ উচ্চতায় মোটর সাইকেল অভিযান। মঙ্গলবার অ্যাডভেঞ্চারে ঝাঁপিয়ে পড়ছে ছয় দামাল বাঙালি। শান্তনু রায়চৌধুরী, সুব্রত বড়াল, ইন্দ্রদেব চট্টোপাধ্যায়, মানস সেন, শ্রীকৃষ্ণ বিশ্বাস এবং অচিন্ত্য সাহা। তাঁদের মহড়া দেখে এল ২৪ ঘণ্টা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পঞ্চপাণ্ডব প্লাস ওয়ান। সব মিলিয়ে ছজন। লক্ষ্য অনেক উঁচুতে। লাদাখ পেরিয়ে চিন সীমান্তে চামসের কাংগ্রি। উচ্চতা ২১ হাজার ৫০০ ফুট। এই উচ্চতায় মোটরবাইক নিয়ে পৌছনোর দুঃসাহস আজ পর্যন্ত কেউ দেখায়নি। কিন্তু, বাঙালির রক্তেই তো দুঃসাহস। এঁরা এমনই। অকুতোভয়। ২০০৮ সালে ২০ হাজার ৪৮৮ ফুট উচ্চতায় চ্যাংচেমো রেঞ্জেপৌছন ওঁরা ছয়জন। গিনেস বুকে নাম উঠেছিল। কিন্তু, সেই রেকর্ড ভেঙে দেন চিলির এক বাইকার। তাই হৃত গৌরব ফিরে পেতে ফের বিপদকে চ্যালেঞ্জ।


যে পথে কখনও চাকা গড়ায়নি, সেখানেই বাইক অভিযান। কেউ বলবেন পাগলামো। কেউ বলেন দুঃসাহস। ওঁরা বলেন অ্যাডভেঞ্জার।