বাঁধ ভেঙে মৃত ৬, নিখোঁজ এখনও ১৬, মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত মহারাষ্ট্র
সোমবারই বৃষ্টির তোড়ে মালাডে পাঁচিল ভেঙে ২০ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, থানের কল্যাণেও পাঁচিল ভেঙে মৃত্যু হয়েছে ৩ জনের। মুম্বইয়ের নিকাশি ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
নিজস্ব প্রতিবেদন: মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত মহারাষ্ট্র। বাঁধ ভেঙে মৃত্যু হয়েছে ৬ জনের। আহত কমপক্ষে ২০। তাঁদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন চিকিত্সকরা।
মঙ্গলবার রাত সাড়ে৯টা নাগাদ মহারাষ্ট্রের রত্নগিরিতে বাঁধ ভেঙে নদীর জল গ্রামে ঢুকে যায়। অন্তত ১২ টি বাড়ি জলের তোড়ে ভেসে যায়। গত ১২ ঘণ্টায় শুধু মুম্বইতেই ৩০০ থেকে ৪০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আবহাওয়াবিদরা বলছেন, এই বৃষ্টিপাত গত এক দশকের ইতিহাসে সর্বোচ্চ। থানে, পালঘর, রায়গড়, নাসিক, রত্নগিরি, সিন্ধুদুর্গ ও মহারাষ্ট্রের পশ্চিমাঞ্চল জুড়ে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে।