নিজস্ব প্রতিবেদন:  মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত মহারাষ্ট্র। বাঁধ ভেঙে  মৃত্যু হয়েছে ৬ জনের। আহত  কমপক্ষে ২০। তাঁদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন চিকিত্সকরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



মঙ্গলবার  রাত সাড়ে৯টা  নাগাদ মহারাষ্ট্রের রত্নগিরিতে  বাঁধ ভেঙে  নদীর জল গ্রামে ঢুকে যায়।  অন্তত ১২ টি বাড়ি জলের তোড়ে ভেসে যায়। গত ১২ ঘণ্টায় শুধু মুম্বইতেই ৩০০ থেকে ৪০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আবহাওয়াবিদরা বলছেন, এই বৃষ্টিপাত গত এক দশকের ইতিহাসে সর্বোচ্চ। থানে, পালঘর, রায়গড়, নাসিক, রত্নগিরি, সিন্ধুদুর্গ ও মহারাষ্ট্রের পশ্চিমাঞ্চল জুড়ে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে।