জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গত বছর এবং এই চলতি বছরেও একের পর এক বাজি কারখানায় বিস্ফোরণ হয়। তাতে প্রাণহানির সংখ্যাও বহু। কিন্তু তার পরেও হুঁশ ফেরেনি প্রশাসনের। ফের ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটল তামিলনাড়ুতে। সূত্রের খবর, এখনও পর্যন্ত ৬ জন ঝলসে মৃত্যু হয়েছে। চলছে উদ্ধারকাজ। ঘটনাস্থলে রয়েছে দমকল ও পুলিস বাহিনী। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Manipur Violence: নিরাপত্তাবাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের অশান্ত মণিপুর, আহত বহু..


ঘটনাটি ঘটেছে শনিবার সকালে। এদিন তামিলনাড়ুর বিরুধুনগর জেলার সাত্তুরের কাছে একটি বাজি কারখানায়। বিস্ফোরণের তীব্রতা এতবেশি তারফলে ওই বেসরকারি বাজি কারখানার চারটি ঘর পুরোপুরি ধসে গিয়েছে। জানা গিয়েছে, বাজি কারখানায় শ্রমিকরা যখন মশলা মেশাচ্ছিল সেই সময় ঘটে বিপত্তি। 


উল্লেখ্য, গত বছর মে মাসে তামিলনাড়ুর রুদনগর জেলার শিবকাশীতে বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলেই ৮ জন শ্রমিকের মৃত্যু হয়। তাদের মধ্যে ছিলেন ৫ জন মহিলা। ফের অক্টোবর মাসে ভিরাগালুর গ্রামের আরিয়ালুর অঞ্চলে একই ঘটনা একটি বাজি কারখানায় প্রাণ হারান ৯ জন। শনিবার ফের এই ভয়াবহ বাজি কারখানায় বিস্ফোরণ। পুলিস ও দমকল সূত্রে জানা গিয়েছে, ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে পাঁচ জনের। এবং একজনকে উদ্ধার করে হাসপাতাল নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় একজনের। এছাড়াও ঘটনায় জখম হয়েছে বহু। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)