নিজস্ব প্রতিবেদন: আমেদাবাদের ছ'বছরের ছেলে নাম তুলে ফেলল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে। পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের রহস্যভেদ করে সে 'ওয়ার্ল্ডস ইয়াঙ্গেস্ট কম্পিউটার প্রোগ্রামারে'র স্বীকৃতি জিতে নিল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নাম তার আরহাম ওম তালসানিয়া। মাইক্রোসফ্ট সার্টিফিকেশন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সে। কী করে এটা সম্ভব হল? আরহাম জানাচ্ছে, বাবার কাছে সে কোডিং শিখেছে। মাত্র দু'বছর থেকে সে ট্যাবলেট ব্যবহার করতে শিখেছে। 


আরহাম ভবিষ্যতে একজন 'বিজনেস আন্ত্রেপ্রেনর' হতে চায়। চায় অ্যাপস, গেমস বানাতে। তবে শুধু কেরিয়ার নিয়েই সে ভাবিত নয়। সে চায় দুঃস্থকে সাহায্য করতে। 


আরও পড়ুন:  দীপাবলির মুখে শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ১০০টি ঘর