নিজস্ব প্রতিবেদন: ভারতে ৪৭ বছরের বেশি কোনও মহিলার নবজাতকের জন্ম দেওয়ার কোনও নজির নেই। থাকলেও সেটা অলিখিত। সরকারি তথ্য অনুযায়ী এমন কোনও নজির ভারতে অন্তত নেই, যেখানে ষাট উর্ধ্ব কোনও মহিলা সন্তানের জন্ম দিয়েছে। শুধু ভারত কেন, গোটা ভারতেই কাশ্মীরের এই ঘটনা বিরল। বলা ভাল, বিরলের থেকেও বিরলতম ঘটনা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- বিচ্ছেদের ৭২ বছর পর স্ত্রীর সঙ্গে দেখা ৯০ বছরের বৃদ্ধের


২৬ ডিসেম্বর, বক্সিং ডে-তে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন কাশ্মীরের এক মহিলা। চিকিত্সক মহলের কাছে এই ঘটনা মিরাকেল। সচরাচর এই বয়সে সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা মহিলাদের থাকে না।  এর আগে আইভিএফ পদ্ধতিতে পঞ্চাশোর্ধ্ব মহিলার সন্তান জন্ম দেওয়ার নজির রয়েছে। তবে ৬৫ বছর বয়সে স্বাভাবিকভাবে সন্তান জন্মদানের ঘটনা এই প্রথম।


আরও পড়ুন- নাবালকের ওপরে যৌন নির্যাতনের সর্বোচ্চ শাস্তি ফাঁসি, সুপারিশ কেন্দ্রের


এর আগে একটি পুত্র সন্তানেরও জন্ম দিয়েছেন কাশ্মীরের এই মহিলা। সেই ছেলের বয়স এখন ১০। দ্বিতীয়বার বাবা হয়ে, আল্লাহকে ধন্যবাদ জানিয়েছেন নবজাতকের বাবা। এবং একই সঙ্গে ৮০ বছর বয়সী হাকিম দিন নবজাতকের স্বাভাবিক বৃদ্ধি ও দেখভালের জন্য সরকারি সহায়তার আর্জি জানিয়েছেন।