ওয়েব ডেস্ক : প্রধানমন্ত্রী 'জন ধন যোজনায়' গত তিন বছরে ৩০ কোটি পরিবারকে যোগ করানো হয়েছে। আর এখন সেই অ্যাকাউন্টে ৬৫ হাজার কোটি টাকা জমা রেখেছেন ভারতীয়রা। আজ 'মন কি বাত' অনুষ্ঠানে এমনই তথ্য দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবারই জন ধন যোজনা তিন বছর পূর্ণ করছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- হিংসা বরদাস্ত নয়, হরিয়ানা তাণ্ডবের মধ্যেই 'মন কি বাত'-এ কড়া বার্তা প্রধানমন্ত্রীর


প্রধানমন্ত্রী বলেন, ''এই প্রকল্পটি আনা হয়েছিল যাতে দেশের গরীব মানুষরা তাদের আয়ের একটা অংশ সঞ্চয় করতে পারেন। তিন বছর পর এটা দাবি করাই যায় যে সেই উদ্দেশ্য সফল।'' তাঁর কথায়, ''গরীব মানুষরাও এখন আমাদের দেশের অর্থনৈতিক বিকাশে সাহায্য করছেন।" এই অ্যাকাউন্ট তৈরির পাশাপাশি, প্রত্যেক গ্রাহককে দেওয়া হয়েছে রুপে কার্ড। ভারতে এই প্রকল্প চালু হয় ২০১৪ সালে। উদ্দেশ্য ছিল দেশের প্রতিটি মানুষকে এই আওতায় আনা।