বাজ বিপর্যয়ে দেশে মৃত ৬৮! শুধু উত্তরপ্রদেশেই ৪১, ক্ষতিপূরণ ঘোষণা প্রধানমন্ত্রীর
দেশে বাড়ছে বজ্রপাতের ঘটনা
নিজস্ব প্রতিবেদন: বজ্রপাতের জেরে দেশে প্রাণ হারালেন একাধিক মানুষ। রাজস্থান, উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশে রবিবার বাজ পড়ে (Lightning) মৃত ৬৮ জন। যাদের মধ্যে ৪১ জনই মারা গিয়েছেন কেবল উত্তরপ্রদেশে (Uttar pradesh)। মধ্যপ্রদেশে (Madhyapradesh) ৭ জনের মৃত্যুর খবর মিলেছে। রাজস্থানে (Rajasthan) মারা গিয়েছেন ২০ জন। এদের মধ্যে কোটা ও ঢোলপুর থেকে ৭ জন শিশুও রয়েছে। প্রায় ১০ জনেরও বেশি মানুষ আহত অবস্থায় ভর্তি হাসপাতালে।
উত্তরপ্রদেশের প্রয়াগরাজে ব্যাপক বৃষ্টির সঙ্গে বাজ পড়ে মারা গিয়েছেন ১৪ জন। কানপুর ও ফতেপুরে মারা গিয়েছেন ৫ জন। কৌশাম্বীতে চারজন, ফিরোজাবাদে ৩ জন এবং উন্নাও,হামিরপুর ও শোনভদ্রে ১ জন করে মৃত্যুর খবর মিলেছে। এছাড়াও কানপুর নগরে ২ জন, প্রতাপগড় ও মির্জাপুরে বজ্রপাতে মারা গিয়েছেন ২ জন। রাজস্থানে পুলিস ও এসডিআরএফের টিমকে উদ্ধারকার্যে দেখা গিয়েছে।
গোটা ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। জাতীয় ত্রাণ তহবিল থেকে বাজ বিপর্যয়ে নিহতদের জন্য ২ লক্ষ টাকা ও তিন রাজ্যে বজ্রপাতে আহতদের জন্য ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন: ‘রথযাত্রা, লোকারণ্য মহা ধুমধাম’.....না, এবারে ভক্তশূন্য পুরীতে জারি ১৪৪ ধারা
আরও পড়ুন: #ArrestFakeCBI: Zee ২৪ ঘণ্টার খবরের জের, গভীর রাতে দিল্লি থেকে গ্রেফতার শুভদীপ ব্যানার্জি