নিজস্ব প্রতিবেদন : যুদ্ধ বিরতি লঙ্ঘনের জবাবে ৭ পাক রেঞ্জার্সকে খতম করল ভারতীয় নিরাপত্তারক্ষী বাহিনীর সদস্যরা। সোমবার সকালে পাক অধিকৃত কাশ্মীরের কোটলি সেক্টরে এই ঘটনা ঘটে। পাক সেনাবাহিনীর পক্ষ থেকে এই ঘটনার কথা স্বীকার করে নেওয়া হয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সীমান্ত বরাবর সোমবার সকালে গুলি চালানো শুরু করে পাক রেঞ্জাররা। চলে মোর্টাক শেলিংও। এরপরই পাল্টা জবাব দেওয়া শুরু করে ভারতীয় সেনা জওয়ানরা। বেশ কিছুটা সময় ধরে চলে গুলির লড়াই।


আরও পড়ুন- উরিতে জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ, নিকেশ ৬ জইশ জঙ্গি


ঘটনায় নিহত হয় সাতজন পাক রেঞ্জার্স। আহত ৪জন। যদিও, পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে মৃতের সংখ্যা ৪।



এই ঘটনার পর সেনা প্রধান বিপিন রাওয়াত বলেন, ''বেশ কিছুদিন ধরেই সীমান্তে জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা চলছে। আমারা সেই চেষ্টা বারবার ব্যর্থ করেছি। কিন্তু, তাতে পাকিস্তান যদি শিক্ষা না পায় তাহেল সেনাবাহিনী অন্য পন্থা গ্রহণ করবে।''