জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: লাগাতার তুষারপাত, বৃষ্টি। সঙ্গে এবার ধসও! সিকিমে বরফের নীচে বহু পর্যটক আটকে পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এখনও পর্যন্ত মৃত ৭। দুর্ঘটনা ঘটল নাথু লা  কাছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সেনা সূত্রে খবর, ঘড়িতে তখন ১১টা ১০। এদিন সকালে ধস নামে গ্যাংটক থেকে নাথু লাগামী জওহরলাল নেহেরু রোডে। আশঙ্কা করা হচ্ছে, ৫-৬ গাড়িতে চেপে যে ২০-৩০ জন পর্যটক নাথু লার দিকে যাচ্ছিলেন, তাঁরা চাপা পড়েছেন বরফের নীচে! খবর দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় সেনা ও উদ্ধারকারী দল।


আরও পড়ুন: British Tourist Death: ছবি তুলতে গিয়ে খোলা তারে হাত, হিমাচলে মর্মান্তিক মৃত্যু ব্রিটিশ পর্যটকের


এখনও পর্যন্ত উদ্ধার করা গিয়েছে ২৩ জন পর্যটককে। তাঁরা সকলেই সেনা হাসপাতালে ভর্তি। মৃত্যু হয়েছে ৭ জনের। যুদ্ধকালীন তৎপরতায় এখনও উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে সেনা। সঙ্গে বিপর্যয় মোকাবিলা দল ও পুলিসও। 



এদিকে রাস্তা থেকে বরফ সরানোর পর নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে সাড়ে তিনশো জন পর্যটককে। উদ্ধার করা হয়েছে ৮০টি গাড়িও।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)