ওয়েব ডেস্ক: উত্তরপ্রদেশের দুই সারমেয়র বিয়ের পর এবার গুজরাট নজির গড়বে গবাদি পশুর বিয়ে দিয়ে। হ্যাঁ। হোলির পুণ্য তিথিতে সাত পাকে বাঁধা পড়তে চলছে আমেদাবাদের পুনম (গরু) ও বাগাদানার অর্জুন (ষাঁড়)। সারা ভারতে এটাই সম্ভবত প্রথম বিবাহ যেখানে মালা বদল ও সিঁদুর দানের ইতিহাস গড়বে এক ষাঁড় ও এক গরু। আর এই বিয়েতে নিমন্ত্রিত ৭০০ অতিথি। পারাসানা দাতব্য সংস্থার উদ্যোগেই আয়োজিত হবে এই বিয়ে।


"আমি ৩০ বছর ধরে গবাদি পশুর লালন পালন করে আসছি। এটা ভেবেই ভালো লাগছে গবাদি পশুর প্রতি আমার প্রেম সারা ভারতে একটা উদাহরণ হয়ে থাকবে। পুনম (গরু) আমার মেয়ে। ওর বিয়ে হবে ধুমাধাম করেই", মন্তব্য বিজয়ভাইয়ের, যিনি ওই ট্রাস্টের চেয়ারম্যান। পুনমের বিয়ের জন্য সোনার গহনাও তৈরি করেছেন বিজয়ভাই।