ওয়েব ডেস্ক : কালো টাকা উদ্ধারে বেশ বড়সড় সাফল্যের কথা সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র। ৩ বছরে প্রায় ৭২ কোটি টাকা বেনামি উপার্জনের হদিশ মিলেছে বলে, কেন্দ্রের তরফে দেশের শীর্ষ আদালতে জানানো হয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সু্প্রিম কোর্টে হলফনামা পেশ করে কেন্দ্র জানিয়েছে, ২০১৪-র এপ্রিল থেকে ২০১৭-র ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় ১৫,০০০-এর বেশি জায়গায় তল্লাশি চালায় আয়কর দফতর। আয়করের ২,২০০টি দল এই তল্লাশি অভিযানে অংশ নেয়। সেইসব তল্লাশিতেই খোঁজ মেলে ৭১,৯৪১ কোটি টাকার বেনামি উপার্জনের। যার মধ্যে নগদের সঙ্গে রয়েছে স্থাবর-অস্থাবর সম্পত্তিও। সেইসঙ্গে নোটবন্দির সময়ে, ৯ নভেম্বর থেকে ১০ জানুয়ারির মধ্যে জমা পড়া 'অঘোষিত আয়'-এর পরিমাণ ৫,৪০০ কোটির বেশি। বাজেয়াপ্ত হয় প্রায় ৩০৪ কেজি সোনা।


আরও পড়ুন, সরকারি নির্দেশিকা সত্ত্বেও ২০০ কোটির পুরনো নোট নিতে অস্বীকার RBI-এর