ওয়েব ডেস্ক : পেশায় কৃষক। সাধারণ নিম্ন মধ্যবিত্ত পরিবার রাম প্রসাদের। ঘুণাক্ষরেও কখনও ভাবেননি 'সামান্য' ইলেকট্রিক বিল নিয়ে এমন ফাঁপড়ে পড়তে হবে তাঁকে। বিদ্যুত্ দফতর থেকে বিল এসেছে। কিন্তু সেই বিল হাতে নিয়ে চোখ কপালে উঠে গেল রাম প্রসাদের। বিলে এটা কী লেখা! ৭৭ কোটি! তাঁর ঘরে একমাসের বিদ্যুতের বিল এসেছে ৭৭ কোটি!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ঘটনাট ছত্তিশগড়ের। মহাসমুন্দ জেলার বাসিন্দা রাম প্রসাদ। চাষবাস করেই জিন গুজরান হয় তাঁর। সেপ্টেম্বর মাসে ৭৬ কোটি ৭৩ লাখ টাকার ইলেকট্রিক বিল পেয়ে আকাশ থেকে পড়েন রাম প্রসাদ। বিল নিয়ে দৌড়ে যান বিদ্যুত্ দফতরে।


এই ঘটনায় সঙ্গে সঙ্গেই গরুণ কুমার ও দোজ কুমার দেবগণ নামে দুজন কর্মচারীকে বরখাস্ত করে বিদ্যুত দফতর। একইসঙ্গে জানায়, অগাস্ট মাসে মিটার বদল হয় রাম প্রসাদের বাড়ির, তার জেরেই এই ঘটনা। সংশোধনের পর ১,৮২০ টাকার বিল দেওয়া হয় রাম প্রসাদকে।


আরও পড়ুন, রাবণের আধার কার্ড 'বাতিল করল' ইউআইডিএআই