ওয়েব ডেস্ক: ফের মাও হামলা ছত্তিসগড়ের সুকমায়। মঙ্গলবার দুপুরে মাও হামলায় শহিদ হলেন ৮ সিআরপিএফ জওয়ান। জখম ১০। ঘটনাস্থল ঘিরে ফেলেছে নিরাপত্তাবাহিনী। চলছে জোর গুলির লড়াই। সূত্রের খবর, আহতদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



মঙ্গলবার চিরুনি তল্লাসির সময় সুকমার কিসতারামে নিরাপত্তাবাহিনীর মাইনরোধী গাড়ি লক্ষ্য করে হামলা চালায় মাওবাদিরা। শক্তিশালী বিস্ফোরণে উড়ে যায় সিআরপিএফ-এর ২১২ নম্বর ব্যাটেলিয়নের মাইনরোধী গাড়ি। ঘটনাস্থলেই ৮ জওয়ান শহিদ হয়েছেন বলে সিআরপিএফের তরফে জানানো হয়েছে। 


আরও পড়ুন - লেনিনের 'ডেডবডি' দেখতে বেলোনিয়াতে সর্বহারা মানিক
নিরাপত্তারক্ষীদের লাগাতার অভিযান সত্বেও সুকমা থেকে মাওবাদীদের তাড়াতে ব্যর্থ হয়েছে কেন্দ্রীয় সরকার। দিন দশেক আগেই সুকমায় ১০ মাওবাদীকে খতম করেছিল নিরাপত্তাবাহিনী। এদিন মাওবাদীরা পালটা হামলা চালাল বলেই মনে করা হচ্ছে।