লেনিনের 'ডেডবডি' দেখতে বেলোনিয়াতে সর্বহারা মানিক
"একদম ভেঙেচুরে গেছে। শুধু মাথাটা আছে।"
নিজস্ব প্রতিবেদন: একটা ধাক্কা, আর তাতেই তাসের ঘরের মত ভেঙে পড়ল 'গোটা লেনিন'। দেশের ইশান কোণে বিজেপির বিজয় কেতন উড়তেই একেবারে 'ফ্যাসিস্ট' কায়দায় গুঁড়িয়ে দেওয়া হল ২৫ বছরের সুপ্রাচীন প্রতিষ্ঠানকে। একই সঙ্গে অস্বীকার করা হল ইতিহাসকেও! শুধু ক্ষমতা ছিনিয়ে নেওয়াই নয়, ৪ মার্চ ত্রিপুরা জয়ের ২৪ ঘণ্টার মধ্যেই বেলোনিয়াতে বুলডোজিং করে গুঁড়িয়ে দেওয়া হল ভ্লাদিমির ইলিচ লেনিনের মূর্তি। ৭ দিন পর, লেনিনের সেই 'ডেডবডি' দেখতে গেলেন 'সর্বহারা' নেতা মানিক সরকার। সমাজতান্ত্রিক সমাজের পথিকৃৎ 'কমরেড লেনিন'-এর সেই ভাঙা মূর্তি দেখতে মানিক সরকারের সঙ্গে গেলেন সিপিএম সম্পাদক সীতারাম ইয়েচুরিও।
আরও পড়ুন- কিষাণ সভার ডাকে বিধানসভা ঘেরাও অভিযান, আজাদ ময়দানে জনসমুদ্র
বেলোনিয়াতে হাজির হয়ে এদিন মানিক সরকার কর্মীদের উদ্দেশে জিজ্ঞেস করেন, "মূর্তিটা কোথায় আছে এখন?" এক কর্মী উত্তর দেন, "একদম ভেঙেচুরে গেছে। শুধু মাথাটা আছে।" এরপরই সেই স্থান পরিদর্শন করেন দলের দুই পলিটব্যুরো। দেখুন সেই ভিডিও-
Earlier today. At Belonia, Tripura, with Comrade Manik Sarkar. pic.twitter.com/V63Z5S2ucT
— Sitaram Yechury (@SitaramYechury) March 11, 2018