নিজস্ব প্রতিবেদন : অযোধ্যায় বিতর্কিত এলাকার কাছে সন্দেহজনকভাবে ঘোরাঘুরির জন্য গ্রেফতার করা হল ৮ যুবককে। দীর্ঘ ১৬ ঘণ্টা জেরার পর তাদের বিচারবিভাগীয় হেফাজতে নেওয়া হয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পুলিস সূত্রে খবর, শুক্রবার রাতে ৮ যুবককে গ্রেফতার করা হয়। ধৃতরা প্রত্যেকেই রাজস্থানের নাগপুর জেলার খালিনগর বাসনি গ্রামের বাসিন্দা। শুক্রবার রাত ২টো নাগাদ একটা গাড়িতে করে তাঁরা অযোধ্যার বিতর্কিত এলাকায় ঘোরাঘুরি করছিলেন। পুলিস তাঁদের গাড়ি আটকালে, দলটির দাবি, ১৫ নভেম্বর থেকে তাঁরা তীর্থে বেরিয়েছেন। তাঁদের গন্তব্য উত্তরপ্রদেশের আম্বেদকর নগর জেলার কিচৌচা শরিফ।


আরও পড়ুন, বান্দিপোরায় গুলির লড়াই, খতম মুম্বই হামলার মাস্টারমাইন্ড লকভির ভাগ্নে সহ ৬


কিন্তু যুবকদের জবাব সন্তোষজনক না হওয়ায় গ্রেফতার করা হয় ওই ৮ যুবককে। লখনউয়ের সন্ত্রাস দমন শাখার তরফে দীর্ঘ ১৬ ঘণ্টা জেরার পর বিচারবিভাগীত হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে নাগপুর পুলিস জানিয়েছে, ধৃত যুবকদের বিরুদ্ধে এর আগে কোনও অপরাধের রেকর্ড নেই। তবে সব দিক খতিয়ে দেখা হচ্ছে।