যেখানে কৃষকেরা সবথেকে বেশি আত্মহত্যা করেন
পরিসংখ্যানটা এমন-
ওয়েব ডেস্ক: পরিসংখ্যানটা এমন-
সাল ২০০৩। কৃষক আত্মহত্যা-১৪। দশ বছরে কৃষক আত্মহত্যার ঘটনা দশ গুণের থেকেও বেশি।
সাল ২০১৩। কৃষক আত্মহত্যা-২০৭। ১ বছরের মধ্যেই লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে কৃষক আত্মহত্যার ঘটনা।
সাল ২০১৪। কৃষক আত্মহত্যা-৫৬৯। এক বছরের মধ্যেই ১০০০ পেরিয়ে যায় কৃষকের আত্মহত্যার ঘটনা।
সাল ২০১৫। কৃষক আত্মহত্যা-১,০২৪ (ডিসেম্বর ৭, ২০১৫-এর পরিসংখ্যান)
এই বর্ষে জানুয়ারি মাস থেকে আজ পর্যন্ত ৮৯ জন কৃষক আত্মহত্যা করেছেন।
ভারতের কৃষক আত্মহত্যার ১০০ শতাংশের মধ্যে ৩৪% ঘটনা মহারাষ্ট্রের মারথওয়াড্ডা অঞ্চলের। ২০১৫ সালে ভারতের ৩০০০ কৃষক আত্মহত্যার ঘটনার মধ্যে ১,০২৪ জন কৃষক আত্মহত্যার ঘটনা ঘটে মারথওয়াড্ডাতে।