নিজস্ব প্রতিবেদন: সীমান্তপার সন্ত্রাস ও পাকিস্তানের গোলাগুলির সমাধানের রাস্তা বাতলে দিলেন বিজেপি সভাপতি অমিত শাহ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শনিবার সংবাদ মাধ্যমে তিনি বলেন, ‘সেনাবাহিনীর উচিত পাকিস্তানের প্রতিটি বুলেটের জবাব হিসেবে এক একটা বোমা ফেলা। এটাই একমাত্র সমাধান। সীমান্তে ‌যখন বুলেট চলে তখন কোনও শান্তির কথা চলে না।’ পাক অধিকৃত কাশ্মীরে সার্জিক্যাল স্ট্রাইক করা সত্বেও কেন পাকিস্তানি অনুপ্রবেশ ও গোলাগুলি কমছে না তার ব্যাখ্যা দিতে গিয়ে ওই মন্তব্য করেন অমিত শাহ।


আরও পড়ুন-পথ দুর্ঘটনায় আহত মহম্মদ শামি, মাথায় চোট


উত্তরপ্রদেশে উপনির্বাচনে হারের প্রসঙ্গে বলতে গিয়ে অমিত শাহ বলেন, ‘কেন হার তা নিয়ে তদন্ত চলছে। তবে উপনির্বাচন হয় এলাকাভিত্তিক সমস্যার উপরে ভিত্তি করে। ২০১৯ সালের লোকসভা নির্বাচন হবে অনের বড়বড় ইস্যুর উপরে ভিত্তি করে। বিজেপি সেখানে ভালো ফল করবে।’