ওয়েব ডেস্ক: খাতায় কলমে আমার আজ সভ্য। অনেক পিছনে ফেলে এসেছি আদিম যুগ। কিন্তু এই সভ্য সমাজে মাঝে মাঝে এমন কিছু ঘটনা ঘটে যা মনে করিয়ে দেয় যে আজও আমরা বর্বতার যুগেই বাস করি। তামিলনাড়ুর ঘটনা আরও একবার সেটা মনে করিয়ে দিল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রবিবার দুপুরে তামিলনাড়ুর ত্রিপুর এলাকায় প্রকাশ্য রাস্তায় লোকের ভিড়ে তিন যুবক পিটিয়ে মারল ২৩ বছরের এক দলিত যুবককে। তাঁর দোষ ছিল ৮ মাস আগে একটি ১৯ বছরের উচ্চ সম্প্রদায়ের মেয়েকে ভালোবেসে বিয়ে করেছিল সে। সেই বিয়েতে সম্মতি ছিল মেয়েটিরও। কিন্তু পছন্দ ছিল না তাঁর পরিরের, তাই লঘু পাপে গুরু দণ্ড।


এলাকার মানুষ গোটা ঘটনার সাক্ষী থাকলেও তাদের ভূমিকা ছিল নীরব দর্শকের। শাস্তি পেয়েছে মেয়েটিও। তাঁর ওপরও শারীরিক নির্যাতন করা হয়। আশঙ্কাজনক অবস্থায় মেয়েটি হাসপাতালে ভর্তি।