জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: লক্ষ্মৌ থেকে কলকাতায় যাচ্ছিল বিমানটি। জানা গিয়েছে, চৌধরি চরণ সিংহ আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে ঠিক ওড়ার মুখেই সংশ্লিষ্ট বিমানটিকে ধাক্কা দেয় একটি পাখি। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন, এর জেরে বাতিল করা হয়েছে এয়ার এশিয়া সংস্থার ওই বিমানের উড়ান। তবে যাত্রীদের জন্য বিকল্প ব্যবস্থাও করা হয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: 'থ্রি ইডিয়টসে'র আমির 'ফুংশুক ওয়াংডু' কেন আমৃত্যু অনশনে বসেছেন জানেন?


বিমানবন্দরের মুখপাত্র রূপেশ কুমার জানিয়েছেন-- সকাল ১১টা নাগাদ রানওয়েতে বিমানে ধাক্কা দেয় একটি পাখি। এর পরই চালক এয়ার এশিয়া সংস্থার বিমানের উড়ানটি বন্ধ করে দেন। বিমানটি উপরে ওঠার ঠিক আগের মুহূর্তে ঘটনা ঘটেছে। বিমানটিকে সঙ্গে সঙ্গে আবার বে-তে ফিরিয়ে আনা হয়। যাত্রীরাও নিরাপদে বিমান থেকে নেমে যেতে পারেন।


আরও পড়ুন: Mughal Garden name Changed: রাষ্ট্রপতি ভবনের উদ্যানের নাম বদলে দিল মোদী সরকার, কী হল মুঘল গার্ডেনের নতুন নাম?


গত বছরও এ ধরনের ঘটনা কোনও না কোনও বিমান সংস্থার ক্ষেত্রে ঘটেছে। গত বছরেও মাঝ-আকাশে পাখির ধাক্কা খেয়ে জরুরি অবতরণ করেছিল বিমান। আমদাবাদ থেকে দিল্লি যাচ্ছিল একটি বিমান। বেশ কয়েক হাজার ফুট উচ্চতায় ছিল সেটি। সেই উচ্চতায় পাখির ধাক্কা খেয়েছিল। এর ফলে বিমানটির ইঞ্জিনে যথেষ্ট ক্ষতিও হয়েছিল বলে জানা গিয়েছিল।



চৌধরি চরণ সিংহ আন্তর্জাতিক বিমানবন্দরের ওই মুখপাত্র রূপেশ কুমার আরও জানান, বিমানে ১৮০ জন যাত্রী ছিলেন। সমস্ত যাত্রীদেরই নির্দিষ্ট গন্তব্যে নিরাপদে পৌঁছনোর বিকল্প ব্যবস্থা করেছে বিমান সংস্থাটি।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)