'থ্রি ইডিয়টসে'র আমির 'ফুংশুক ওয়াংডু' কেন আমৃত্যু অনশনে বসেছেন জানেন?
Sonam Wangchuk on a Climate Fast to Save Ladakh: সোনম ওয়াংচুককে মনে আছে? ঘেঁটে গেলেন তো? আচ্ছা, 'থ্রি ইডিয়টসে'র আমির খানকে মনে আছে? এবার নিশ্চয়ই আর 'না' বলবেন না। 'থ্রি ইডিয়টসে'র আমির খান যে চরিত্রটিতে রূপদান করেছিলেন, তার নাম ছিল ফুংশুক ওয়াংডু। এই ফুংশুক ওয়াংডু কোনও কাল্পনিক ব্যক্তি নন।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সোনম ওয়াংচুককে মনে আছে? একটু ঘেঁটে গেলেন তো? আচ্ছা, 'থ্রি ইডিয়টসে'র আমির খানকে মনে আছে? এবার নিশ্চয়ই আর 'না' বলবেন না। 'থ্রি ইডিয়টসে'র আমির খান যে চরিত্রটিতে রূপদান করেছিলেন, তার নাম ছিল ফুংশুক ওয়াংডু। এই ফুংশুক ওয়াংডু কোনও কাল্পনিক ব্যক্তি নন। যাঁর জীবনের আদলে ফুংশুক ওয়াংডুকে ছবিতে নির্মাণ করে তোলা হয়েছিল তিনি স্বয়ং হলেন ওই সোনম ওয়াংচুক। কেন হঠাৎ এই গৌরচন্দ্রিকা? কারণ গত তিন দিন ধরে আমৃত্যু অনশনের কথা ঘোষণা করে অনশন শুরু করেছেন এই ব্যতিক্রমী বিজ্ঞানী। তিনি লাদাখের বাসিন্দা। লাদাখের প্রকৃতিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।