জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বর্তমান সময়ে 'রিলস' এ আসক্তি রয়েছে প্রায় সকলেরই। সমাজমাধ্যমে বড় ভিডিয়োর থেকে ছোট ছোট শর্টস, রিলস দেখে পছন্দ করেন। লাইকও পড়ে হু হু করে, বাড়ে প্রোফাইলের রিচও। এবার রিলস বানাতে গিয়েই হল বিপত্তি। শেষ হয়ে গেল পুরো পরিবার। প্যাসেঞ্জার ট্রেনের ধাক্কায় মৃত্যু হল সকলের। উত্তরপ্রদেশের লখিমপুর জেলার ঘটনা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, Viral Video: ভরা প্যান্ডেলে ঢুকে গেল ইঁদুর, হাতজোড় করে প্রণাম গণেশকে


খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিসের দল। পুলিস সুত্রে জানা গেছে, বুধবার সকালে এক ব্যক্তি, তাঁর স্ত্রী এবং ৩ বছরের পুত্রকে নিয়ে রেললাইনের ওপরে রিল বানাচ্ছিলেন। সেই সময় একটি প্যাসেঞ্জার ট্রেন এসে তাঁদের ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের। পুলিস জানিয়েছে, নিহতদের চিহ্নিত করা গেছে। তাঁরা হলেন মহম্মদ আহমদ (২৬), তাঁর স্ত্রী নাজনীন (২৪) এবং তাঁদের তিন বছরের সন্তান আবদুল্লা। তাঁদের বাড়ি সিতাপুর জেলার লহরপুরের শেখতলা গ্রামে। পুলিস আরও জানিয়েছে, মৃতদেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিস এবং পরবর্তী আইনি প্রক্রিয়া যা নেওয়ার সেগুলো নেওয়া হবে বলে জানিয়েছে। 


আরও পড়ুন, Wolf Attack: ২০০ পুলিস, ২৫ টিমেও প্রাণাতঙ্কে কাঁপছে UP! 'ল্যাংড়া'কো পকড়না মুশকিলহি নেহি.....


এর আগেও একাধিকবার রিলস বানাতে গিয়ে দুর্ঘটনার খবর দেখা গেছে। রিলস বানাতে গিয়ে তার মধ্যে এতটাই আসক্ত হয়ে পড়ছেন যে চারপাশে কি হচ্ছে তার আন্দাজ থাকছে না মানুষের। ফলে মৃত্যু পর্যন্ত ঘটছে।



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)