জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: তখন বৃষ্টি হচ্ছে মুষলধারায়। রাস্তায় যৌন হেনস্থা শিকার হতে হল তরুণীকে। এরপর যখন থানায় অভিযোগ জানাতে গেলেন, তখন পুলিসের পাল্টা প্রশ্ন,  'সন্ধে ৭টার সময় বাইরে ছিলেন কেন'? ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের নয়ডায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন:  Madhya Pradesh: মর্মান্তিক! ভয়ংকর! মন্দিরের দেওয়াল চাপা পড়ে মৃত্যু ৯ শিশুর...


জানা গিয়েছে, ওই তরুণীর বাড়ি  নয়ডার সেক্টর ৪৮ এলাকায়। ঘড়িতে তখন সাড়ে সাতটা। গতকাল, শনিবার সন্ধেয় প্রবল বৃষ্টির মধ্য়েই বাড়ির বাইরে বেরিয়েছিলেন তিনি। ব্যস্ত রাস্তায় রিলস বানাচ্ছিলেন। অভিযোগ, হঠাত্‍-এ এক ব্য়ক্তি এসে টান মেরে শর্টসটি ছিঁড়ে দেন। ঘটনায় রীতিমতো হতবাক হয়ে যান ওই তরুণী। পথ চলতি দুই মহিলার সাহায্যে কোনওরকমে রক্ষা পান তিনি।


নির্যাতিতা ওই তরুণী সিদ্ধান্ত নেন, থানায় অভিযোগ জানাবেন। সেইমতো পৌঁছে যান  সেক্টর ৪৯-এর থানায়। তারপর? ওই তরুণীর দাবি, অভিযোগ নেননি থানায় কর্তব্যরত পুলিস আধিকারিকরা। উলটে তাঁকেই দোষারোপ করা হয়। জানতে চাওয়া হয়,  সন্ধ্যাবেলায় বাড়ির বাইরে বেরিয়েছিলেনই বা কেন? অপমানে থানা থেকে বেরিয়ে যান ওই তরুণী।


থানা থেকে বেরিয়ে সিসিটিভি ফুটেজের খোঁজে আবাসনের নিরাপত্তারক্ষীদের কাছে যান তিনি। কিন্তু জানতে পারেন, আবাসনের অর্ধেকেরও বেশি ক্যামেরাই নাকি অচল! ফলে ওই তরুণীর সঙ্গে যা ঘটেছে, সেই ঘটনার কোনও প্রমাণও নেই। ভেঙে পড়েন ওই তরুণী। শেষে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়োতে গোটা ঘটনা তুলে ধরেন তিনি। আর সেই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই নিন্দার ঝড় ওঠেছে।


চাপের মুখে দোষ স্বীকার করে বিবৃতি দিয়েছে নয়ডা পুলিস। জানানো হয়েছে, ওই তরুণীর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। শীঘ্রই আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হবে। যত দ্রুত সম্ভব অভিযুক্তের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে।


আরও পড়ুন:  Cloudburst In Kashmir: ভয়ংকর মেঘভাঙা বৃষ্টি ভূস্বর্গে, বিচ্ছিন্ন যোগাযোগ! বন্যা-ধসের কবলে কেরালা থেকে কাশ্মীর...



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)