ওয়েব ডেস্ক:  বিশ্ববিদ্যালয় চত্বরের মধ্যে 'ধর্ষণের' শিকার এক পুরুষ পড়ুয়া। বেনারসের হিন্দু বিশ্ববিদ্যালয়ের ঘটনা। গত বছর ঘটনাটি ঘটলেও এখন তা প্রকাশ্যে এসেছে। লঙ্কা থানার স্টেশন অফিসার জানান, গত বছর ১৭ অগাস্ট বিশ্ববিদ্যালয় চত্বরের মধ্যেই ওই ছাত্রকে 'ধর্ষণ' করা হয়। অভিযুক্ত বিশ্ববিদ্যালয়েরই এক প্রশাসনিক কর্মী। নভেম্বর মাসে চার্জশিট দায়ের করা হয়। ডিসেম্বর মাসে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে পুলিস। ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৭, ৩২৮, ৩৪২, ৫০৬ ধারায় মামলা রুজু করা হয়েছে।


সম্প্রতি এক ছাত্রীর শ্লীলতাহানির ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে বেনারসের হিন্দু বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। তারপরই এই ঘটনা সামনে আসে। অভিযোগ, বিশ্ববিদ্যালয়ে সমকামীদের দাপট রয়েছে। গত বছর ঘটনাটি ঘটলেও, তখন সেভাবে বিষয়টি প্রকাশ্যে আনা হয়নি। ছাত্রটির নিরাপত্তার খাতিরেই তা প্রকাশ্যে আনা হয়নি বলে সূত্রের খবর। বর্তমানে ওই ছাত্রের পাশে দাঁড়িয়েছে আরও অনেক পড়ুয়া। উঠেছে প্রতিবাদের ঝড়। নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন পড়ুয়ারা। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, ক্যাম্পাসে প্রতিদিন বাইরে থেকে প্রচুর লোক আসে। প্রত্যেকেই ভিন্ন মানসিকতার হন। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ আধিকারিক স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ''বিশ্ববিদ্যালয়ে আগত প্রত্যেককে পরীক্ষা করা সম্ভব নয়।''