২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের বড় সম্ভাবনা ভারত এবং পাকিস্তানের সামনে। উজবেকিস্তানের সমরখন্দে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) শীর্ষ সম্মেলনে ভারত এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী যথাক্রমে নরেন্দ্র মোদী এবং শাহবাজ শরিফের দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে। কূটনৈতিক সূত্রে এই তথ্য পাওয়া গিয়েছে। জানা গিয়েছে যে ১৫-১৬ সেপ্টেম্বর SCO-র শীর্ষ সম্মেলন হওয়ার কথা রয়েছে। সেখানে এই সংস্থার নেতারা আঞ্চলিক বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করতে একত্রিত হবেন। সূত্রের খবর অনুযায়ী, শাহবাজ শরীফ এই সম্মেলনে যোগ দেবেন। এখানে তিনি চিন, রাশিয়া এবং ইরানের রাষ্ট্রপতিদের পাশাপাশি প্রধানমন্ত্রী মোদীর সঙ্গেও দেখা করতে পারেন বলে মনে করা হচ্ছে। সূত্র মারফত জানা গিয়েছে যে ২৮ জুলাই বৈঠকে, এসসিও বিদেশমন্ত্রীরা জানিয়েছেন যে এসসিও দেশগুলির প্রধানরা এই শীর্ষ সম্মেলনে অংশ নেবেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

যদিও, তাসখন্দে বৈঠকে যোগ দিয়ে পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো বলেন যে পাকিস্তান ও ভারতীয় নেতাদের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক নির্ধারিত হয়নি। তিনি বলেন, সেপ্টেম্বরে ভারত এবং পাকিস্তানের প্রধানমন্ত্রীদের মধ্যে কোনও বৈঠকের কোনও পরিকল্পনা নেই। ভুট্টো আরও বলেন যে ভারত এবং পাকিস্তান উভয়ই এসসিওর অংশ এবং দুটি দেশই সংস্থার বিস্তৃত কার্যক্রমে একসঙ্গে জড়িত।


ভুট্টো আরও বলেন, ‘ভারত আমাদের প্রতিবেশী দেশ। সবাই বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নিতে পারলেও,  তার প্রতিবেশী বেছে নিতে পারে না, তাই আমাদেকের তাদের সঙ্গে বসবাস করা অভ্যাস করা উচিত।‘ বিলাওয়াল মনে করিয়ে দেন যে ২০১৯ এর পরে, ভারতের সঙ্গে গঠনমূলক আলোচনা কঠিন হয়ে পড়েছে। তিনি আরও বলেন ভারতীয় কর্মকর্তাদের ইসলামফোবিয়ার উপর ভিত্তি করে দেওয়া বিবৃতি দুই দেশের সংলাপে আরও বেশি বাধা তৈরি করছে।


আরও পড়ুন: Bihar Politics: নতুন মন্ত্রিসভা বিহারে, কার কোটায় কত মন্ত্রী? জানুন...


পাকিস্তানি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ছয় বছরের মধ্যে এই প্রথমবার দুই দেশের প্রধানমন্ত্রী একই ছাদের নিচে উপস্থিত থাকবেন। প্রতিবেদনে আরও বলা হয়েছে যে প্রধানমন্ত্রী মোদী এবং শাহবাজ শরিফ এখনও একবারও মুখোমুখি দেখা করেননি। ভারত যদি বৈঠকের প্রস্তাব দেয়, সেক্ষেত্রে পাকিস্তানের প্রতিক্রিয়া ইতিবাচক হবে বলেও জানানো হয়েছে। চিন, পাকিস্তান, রাশিয়া, ভারত, তাজিকিস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান এবং কাজাখস্তান SCO-এর পূর্ণ সদস্য।


যদিও, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং শরীফের মধ্যে বৈঠকের বিষয়ে উভয় পক্ষ থেকেই কোনও আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ফেব্রুয়ারী, ২০১৯-এ পুলওয়ামায় সন্ত্রাসবাদী হামলার পরে ভারত এবং পাকিস্তানের মধ্যে সম্পর্ক আরও বেশি খারাপ হয়। এর পরে দুই দেশের প্রধানমন্ত্রীদের মধ্যে কোনও আনুষ্ঠানিক বৈঠক হয়নি।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)