জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কারাবন্দী আম আদমি পার্টির মন্ত্রী সত্যেন্দ্র জৈনের জন্য নতুন সমস্যা তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে। কারণ তার কারাগারের আরেকটি সিসিটিভি ভিডিয়োতে তাকে অতিথিদের আতিথেয়তা করতে দেখা গিয়েছে। বর্তমানে সাসপেন্ড হওয়া তিহার জেলের সুপারিনটেনডেন্টকেও তাঁর সেলে আসতে দেখা যায়। সময়ের হিসেবে দেখা গিয়েছে ১২ সেপ্টেম্বর রাত আটটা নাগাদ প্রায় ১০ মিনিটের ভিডিয়ো ক্লিপটিতে দেখা যাচ্ছে জৈন তার বিছানায় বিশ্রাম নিচ্ছেন যখন তাকে সাধারণ পোশাক পরা তিনজন লোক দেখতে আসে। কয়েক মিনিটের পড়ে সেই সময়ে সাত নম্বর জেলের সুপারিনটেনডেন্ট অজিত কুমার ভিতরে যান এবং জৈনের সঙ্গে দেখা করেন এবং বাকিরা বেরিয়ে যান।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



এর আগে তাকে তার সেলের ভিতরে একজন ব্যক্তির কাছে ম্যাসেজ নিতে এবং অন্যান্য বন্দীদের সাথে গল্প করতে দেখা গিয়েছে। এর কোনটিই কারাগারের ভিতরে অনুমোদিত নয়। তাকে ফলের স্যালাড খেতেও দেখা গিয়েছে। যার ফলে জেলে খাবারের গুণমান নিয়ে তার অভিযোগ নিয়ে প্রশ্ন উঠেছে।


যদিও আপ দাবি করেছিল যে মেরুদণ্ডের অস্ত্রোপচারের পরে তার ডাক্তারের সুপারিশ করা ‘ফিজিওথেরাপি সেশন’ ছিল এই ম্যাসাজ। কিন্তু এর বিরুদ্ধে দাবি করা হয় যে জৈনের ‘ম্যাসিউর’ সেই জেলেরই একজন বন্দী ছিলেন। তার বিরুদ্ধে নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগ রয়েছে।


ভিডিওগুলি আগামী মাসে এমসিডি নির্বাচনের আগে বিজেপি এবং আপের মধ্যে একটি বিতর্কের মূল বিষয় হয়ে উঠেছে। বিজেপি 'বিশেষ সুবিধা' নেওয়ার কারণে জৈনকে তিহার জেল থেকে সরিয়ে নেওয়ার দাবি করেছে। বিজেপি নেতারা প্রায় প্রতিদিনই সিসিটিভি ক্যামেরার ফুটেজ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন।


এনফোর্সমেন্ট ডিরেক্টরেট জৈনকে অভিযুক্ত করার কয়েকদিন পরেই এই ক্লিপগুলি প্রকাশিত হয়ে। জৈন একটি মানি লন্ডারিং মামলায় গ্রেফতার হন। তিহার জেলের ভিতরে বিশেষ পরিষেবা পাওয়ার অভিযোগের ফলে মহাপরিচালক (কারাগার), সন্দীপ গোয়েল ছাড়াও কমপক্ষে ১২ জন তিহার জেলের আধিকারিকদের বদলি করা হয়।


আরও পড়ুন: Anniversary of Mumbai Terror Attacks: মানবতার শত্রু সন্ত্রাস! ২৬/১১-কাণ্ডে মৃতদের স্মরণ-শ্রদ্ধায় রাষ্ট্রপতি...


জৈন গত জুন মাস থেকে কারাগারে রয়েছেন। দিল্লির একটি আদালত গত সপ্তাহে তার জামিনের আবেদন খারিজ করে দেয়।


বৃহস্পতিবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তার মন্ত্রী সত্যেন্দ্র জৈনকে সমর্থন করে বলেন যে কারাগারে তাঁর চিকিৎসা নিয়ম মেনে হয়েছে।


কেজরিওয়াল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আক্রমণ করে বলেন যে গুজরাটে জেলে থাকাকালীন তাঁর বিশেষ সুবিধা ছিল।


তিনি বলেন, ‘আপনি যদি জেলে ভিভিআইপি সংস্কৃতি দেখতে চান, দেখুন অমিত শাহ যখন জেলে ছিলেন তখন সিবিআই চার্জশিটে কী বলা হয়েছে। তারা তার জন্য একটি ডিলাক্স জেল তৈরি করেছিল। সত্যেন্দ্র জৈনের ক্ষেত্রে, আদালত ভিভিআইপি সংস্কৃতি সম্পর্কে কিছুই বলেনি - আদালত কি বলবে? ভিভিআইপি সংস্কৃতি কী তা আপনি বা বিজেপি সিদ্ধান্ত নেবেন’?


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)