মা-ই পারে! প্রসবের আগে-পরে অ্যাম্বুল্যান্সে বসেই পরীক্ষা
প্রসবের পর যন্ত্রণাও কাবু করতে পারেনি তাঁকে। সারা রাত হাসপাতালে যন্ত্রণা সহ্য করেই পড়াশোনা করেন।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইচ্ছেশক্তির জয় সর্বত্র। চেষ্টা থাকলে কী না হয়! প্রসবের ৬ ঘণ্টা আগে অ্যাম্বুল্যান্সে বসেই পরীক্ষা দিলেন এক অন্তঃসত্ত্বা। শুধু এই অসম্ভবকে সম্ভব করা-ই নয়। প্রসবের পর সারা রাত হাসপাতালেই পড়াশোনা করেন। তারপর প্রসবের মাত্র ১৫ ঘণ্টা বাদেই ফের পরীক্ষায় বসলেন ওই প্রসূতি। রাজস্থানের ঝিরির গ্রামের লক্ষ্মী কুমারীর এই কৃতিত্বকে কুর্নিশ জানাচ্ছে সবাই।
রাজস্থানের ঝিরির গ্রামের লক্ষ্মী কুমারী তাঁর বিএড করার জন্য জেএম বিএড কলেজে ভর্তি হয়েছেন। এরমধ্যেই মঙ্গলবার বিকেলে লক্ষ্মী সুরতগড় সিএইচসিতে ফুটফুটে এক কন্যাসন্তানের জন্ম দেন। প্রসবের ঘণ্টা ছয়েক আগে সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত পরীক্ষা দেন লক্ষ্মী। তারপর প্রসবের পর যন্ত্রণাও কাবু করতে পারেনি তাঁকে। সারা রাত হাসপাতালে যন্ত্রণা সহ্য করেই পড়াশোনা করেন। তারপর প্রসবের ১৫ ঘণ্টা বাদে ফের আরেকটি পরীক্ষা দেন তিনি।
আরও পড়ুন, Madhya Pradesh: সন্তানকে বাঁচাতে খালি হাতেই বাঘের সঙ্গে লড়াই মায়ের! শেষ পর্যন্ত কী হল?
বুধবার দেড় কিলোমিটার দূরে অবস্থিত একটি কেন্দ্রে পরীক্ষা দিতে যান। ওই কেন্দ্রের সুপারিনটেনডেন্ট লক্ষ্মীকে অ্যাম্বুলেন্সেই শুয়ে পরীক্ষা দিতে অনুমতি দেন। মঙ্গলবারও একইভাবে পরীক্ষা দিয়েছিলেন লক্ষ্মী। সুপারিনটেনডেন্ট রবি শর্মা কুর্নিশ জানিয়েছেন, প্রশংসা করেছেন লক্ষ্মীর এই সাহসকে। বলেন, কঠিন যন্ত্রণার মধ্যেও পরীক্ষা দিয়েছেন তিনি। লক্ষ্মী ছাড়াও, আরও দুই সুপার মম, সোনু শর্মা এবং সরিতাও একই কেন্দ্রে পরীক্ষায় বসেন। ৪ দিন আগে নবজাতকের জন্ম দেন সোনু। তিন দিন আগে সরিতা।