নিজস্ব প্রতিবেদন - এক বছরের মধ্যে ৪০ কোটি টাকার পানমশলা বিক্রি করেছে সে। লাভ হয়েছে ৬৬ লাখ টাকা। পাকিস্তান থেকে দীর্ঘমেয়াদী ভিসায় ভারতে এসেছিল সেই ব্যক্তি। আর এখানে এসে জমে উঠেছিল তাঁর ব্যবসা। কিন্তু শেষ রক্ষা হল না। ইন্দোর থেকে ওই পাকিস্তানি ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিস। ওই ব্যক্তির গুদামে তল্লাশি চালিয়ে ২.২৫ কোটি টাকার বেআইনি পানমশলা বাজেয়াপ্ত করেছে পুলিস। এছাড়া নগদ ৬৬ লাখ টাকাও উদ্ধার হয়েছে।।ওই পাকিস্তানি ব্যক্তি জানিয়েছেন,  গত এক বছরে পানমশলা ও তামাকের ব্যবসা করে এই টাকা তাঁর লাভ হয়েছে। পাকিস্তান থেকে এসে এত বড় ব্যবসা কী করে সাজালেন সেই পাকিস্তানি ব্যক্তি! উঠছে প্রশ্ন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- দেশেই তৈরি হচ্ছে নৌ সেনার বিমান, 'মেড ইন ইন্ডিয়া' ফাইটার জেট উড়বে আকাশে


স্থানীয় প্রশাসনের সহযোগিতা ছাড়া এভাবে একজন পাকিস্তানি ব্যক্তির এদেশে ব্যবসা করা সম্ভব নয়। এমনই বলছেন অনেকে। মোট পাঁচটি গুদামে মাল মজুত করে রাখত ওই ব্যক্তি। দুদিন ধরে পুলিস ওই পাঁচটি গুদামে তল্লাশি চালিয়েছে। মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্রের অনেক এলাকায় পানমশলা সরবরাহ করতেন ওই ব্যক্তি। পুরো ব্যবসা চলত বেআইনিভাবে। এমনকী বিপুল টাকা কর ফাঁকি দিয়েছে সে। ইন্দোরের ডিরেক্টর জেনারেল অফ গুডস অ্যান্ড সার্ভিসেস ইন্টেলিজেন্সের এক কর্তা বলেছেন, জি এস টি ফাঁকি দিয়ে রমরমিয়ে চলছিল ব্যবসা। প্রায় ১৯ কোটি টাকা জি এস টি ফাঁকি দিয়েছে ওই ব্যক্তি। ২০১৯ সালের এপ্রিল মাস থেকে চলছে তার ব্যবসা। এক বছরের মধ্যেই ব্যবসা দাঁড় করিয়ে ফেলেছিল অভিযুক্ত। পুলিস ওই ব্যক্তির কাছ থেকে পাকিস্তানের পাসপোর্ট উদ্ধার করেছে। ইকোনমিক অফেন্স এর উইং কোর্টে পেশ করা হয়েছে অভিযুক্তকে। তাকে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। ওই পাকিস্তানি ব্যক্তিকে ১৭ জুনের পর আদালতে পেশ করা হবে বলে জানা গিয়েছে।