আচমকাই ভেঙে পড়ল চারমিনারের একাংশ
গত কয়েকদিন ধরে রুটিন মেরামতি চলছিল মিনারে। তার মধ্যেই এই বিপত্তি
নিজস্ব প্রতিবেদন: আচমকাই হায়দরাবাদের চারমিনার থেকে খসে পড়ল চাঙড়। আতঙ্ক ছড়াল এলাকায়। তবে ভালো খবর হল ওই চাঙড়ের আঘাতে কেউ জখম হয়নি।
আরও পড়ুন-হুগলির সব বুথ স্পর্শকাতর, সব বুথেই আধাসেনা, ঘোষণা বিবেক দুবের
মেরামতির চলছে হায়দরাবাদের ইতিহাস প্রসিদ্ধ চারমিনারে। বুধবার রাতে হঠাত্ই চারমিনারের একটি মিনার থেকে চাঙড় খসে পড়ে নীচে। ঠিক কীভাবে ওই অংশ ভেঙে পড়ল তা এখনও স্পষ্ট নয়। বৃহস্পতিবার ওই মিনার পরিদর্শনে যাবেন আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার বিশেষজ্ঞরা। তার পরেই এনিয়ে কিছু জানা যেতে পারে।
এর আগেও চারমিনারে মেরামতির কাজ হয়েছে। তখনই এলাকার মানুষজন আপত্তি করেছিলেন, যেভাবে মিনারে হাতুড়ি, ড্রিল চালানো হচ্ছে তাতে মিনারটির ক্ষতি হতে পারে। এবার সেটাই হল বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন-এটা সবে শুরু, অনেক কিছু বাকি আছে, 'কূটনৈতিক সার্জিক্যাল'-এর পর হুঙ্কার মোদীর
১৫৯১ তাজিয়ার আদলে নির্মাণ করা হয় চারমিনার। এটির এক একটি মিনারের উচ্চতা ১৬০ ফুট। আগে এইসব মিনারে ওঠার অনুমতি দেওয়া হতো। এখন আর তা দেওয়া হয় না। কয়েক বছর আগে প্রবল বৃষ্টিতে মিনারের প্রবল ক্ষতি হয়। সেবারও একবার মেরামতি হয়েছিল। গত কয়েকদিন ধরে রুটিন মেরামতি চলছিল মিনারে। তার মধ্যেই এই বিপত্তি।