নিজস্ব প্রতিবেদন: দলিত নেতা রামনাথ কোবিন্দের পর এবার আদিবাসী নেত্রী দ্রৌপদী মুর্মু। ভোটের অঙ্ক বলছে, দেশের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি হতে চলেছেন NDA প্রার্থীই। বিরোধী জোটের প্রার্থী যশবন্ত সিনহার থেকে অনেকটাই এগিয়ে রয়েছেন তিনি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কে এই দ্রোপদী মুর্মু?
----
১৯৫৮ সালের ২০ জুন জন্ম ওড়িশায় ময়ুরভঞ্জ জেলায়।


অধ্যাপনার মাধ্যমে কর্মজীবন শুরু। ওড়িশার সেচ দফতরে চাকরিও করেছেন।


১৯৯৭ সালে বিজেপি যোগ দেন দ্রৌপদী মুর্মু। সে বছরই প্রথমে ওড়িয়ার রায়রাংপুর জেলার কাউন্সিলর ও পরে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন তিনি।


২০০০ সালে রায়রংপুর থেকে বিধায়ক নির্বাচিত হন দ্রৌপদী। ২০০২ সাল পর্যন্ত ওড়িশার পরিবহণ ও বাণিজ্যমন্ত্রী ছিলেন তিনি।


২০০২ থেকে ২০০৯ পর্যন্ত বিজেপির ময়ুরভঞ্জ জেলার সভাপতি ছিলেন দ্রোপদী মুর্মু।


২০০৪ সালে রায়রংপুর থেকে ফের বিধায়ক নির্বাচিত হন দ্রৌপদী মুর্মু। বিধায়ক ছিলেন ২০০৯ পর্যন্ত।


২০০৭ সালে ওড়িশার সেরা বিধায়ক হিসেবে 'নীলকণ্ঠ সম্মান' পান দ্রৌপদী মুর্মু।


২০০৬ থেকে ২০০৯ পর্যন্ত ওড়িশায় বিজেপি তফশিলি মোর্চার সভানেত্রী ছিলেন দ্রৌপদী মুর্মু।


২০১৫ থেকে ২০২১ পর্যন্ত ঝাড়খণ্ডের রাজ্যপাল ছিলেন দৌপ্রদী মুর্মু।


রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী কে হবেন? এদিন দলের কার্যালয়ে বৈঠকে বসেছিল BJP-র সংসদীয় বোর্ড। বৈঠকে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৈঠকে শেষে সাংবাদিক সম্মেলনে রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে দ্রৌপদী মুর্মু-র নাম ঘোষণা করেন BJP-র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)