ওয়েব ডেস্ক : নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার জন্য বাধ্যতামূলক করা হল আধারকে। একইসঙ্গে ৫০,০০০ টাকা ও তার উপরে আর্থিক লেনদেনের জন্যও বাধ্যতামূলক করা হল আধারকে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সেইসঙ্গে বর্তমান ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলিকেও ৩১ ডিসেম্বর, ২০১৭-র মধ্যে আধারের সঙ্গে সংযুক্ত করার জন্য জারি করা হল নির্দেশিকা। যার পরে আধারের সঙ্গে যুক্ত নয়, এমন অ্যাকাউন্টগুলি আর বৈধ থাকবে না।


এর আগে আয়কর দফতর প্যান কার্ডের সঙ্গেও আধার লিঙ্কিং বাধ্যতামূলক করে দেয়। ভারতীয় নাগরিকত্বের একমাত্র পরিচয়পত্র হিসেবে আধারকেই গুরুত্ব দিতে চায় কেন্দ্র। যে উদ্দেশেই একের পর এই পদক্ষেপ। তবে জরুরি পরিষেবায় আধার বাধ্যতামূলক করার কেন্দ্রীয় সিদ্ধান্ত নিয়ে মামলা চলছে সুপ্রিম কোর্টে।


আরও পড়ুন, ১৫০টি নির্বাচনে হার, ফের মনোনয়ন পেশ করলেন 'রাষ্ট্রপতি' পদের জন্য!