১৫০টি নির্বাচনে হার, ফের মনোনয়ন পেশ করলেন 'রাষ্ট্রপতি' পদের জন্য!

আগামী ১৭ জুলাই রাষ্ট্রপতি নির্বাচন। নির্বাচনের জন্য এখনও পর্যন্ত মনোনয়ন জমা পড়েছে মোট ৬টি। তাঁদের মধ্যেই এমন একজন রয়েছেন, যাঁর ১৫০টি নির্বাচনে হারার 'রেকর্ড' রয়েছে। লিমকা বুক অফ রেকর্ডে তাঁকে উল্লেখ করা হয়েছে "সবচেয়ে অসফল প্রার্থী" বলে।

Updated By: Jun 15, 2017, 03:56 PM IST
১৫০টি নির্বাচনে হার, ফের মনোনয়ন পেশ করলেন 'রাষ্ট্রপতি' পদের জন্য!

ওয়েব ডেস্ক : আগামী ১৭ জুলাই রাষ্ট্রপতি নির্বাচন। নির্বাচনের জন্য এখনও পর্যন্ত মনোনয়ন জমা পড়েছে মোট ৬টি। তাঁদের মধ্যেই এমন একজন রয়েছেন, যাঁর ১৫০টি নির্বাচনে হারার 'রেকর্ড' রয়েছে। লিমকা বুক অফ রেকর্ডে তাঁকে উল্লেখ করা হয়েছে "সবচেয়ে অসফল প্রার্থী" বলে।

তামিলনাড়ুর সালেমের বাসিন্দা কে পদ্মরাজন। মোট ১৫০-টির উপর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তাঁকে বলা হয় 'ইলেকশন কিং'। জয়ললিতা, করুণানিধি, এ কে অ্যান্টনি, নরসিমা রাও, কে আর নারায়ণনের মত রাজনৈতিক হেভিওয়েটদের বিরুদ্ধে নির্বাচনে লড়ার 'ইতিহাস' রয়েছে তাঁর। রাজ্যসভা নির্বাচনে লড়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বিরুদ্ধেও। আগেরবার রাষ্ট্রপতি নির্বাচনেও প্রণব মুখোপাধ্যায়ের বিরুদ্ধে লড়েছিলেন তিনি।  

আরও পড়ুন, হিমাচল প্রদেশে খাদে পড়ে গেল পুণ্যার্থীদের বাস

.