ওয়েব ডেস্ক: পোস্ট অফিসে সঞ্চয়, পিপিএফ-এর ক্ষেত্রে আধার বাধ্যতামূলক করা হল। এছাড়াও  ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট স্কিম এবং কিষাণ বিকাশ পত্রের ক্ষেত্রেও  আধার আবশ্যক।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এখন যাঁদের এই সব খাতে আমানত রয়েছে, তাঁদের আধার নম্বর নথিভুক্ত করার জন্য ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এই ঘোষণা করতে চারটি পৃথক গেজেট বিজ্ঞপ্তি জারি করেছে অর্থমন্ত্রক। গত ২৯ সেপ্টেম্বর একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।


বিজ্ঞপ্তিতে যে বিষয়গুলি উল্লেখ করা হয়েছে,


 আধার না থাকলে, আধার কার্ডের জন্য আমানতকারী যে আবেদন করেছেন, তার প্রমাণ দিতে হবে।  


বেনামি সম্পত্তি কেনাবেচা, কালো টাকা রুখতে সরকার সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও মোবাইল নম্বর এবং আধার যুক্ত করার ক্ষেত্রে গুরুত্ব দিচ্ছে।


আধার নম্বর যাচাই করে নেওয়ার জন্য প্রত্যেক ব্যাঙ্ক আধিকারিকের উপর কড়া নির্দেশ দেওয়া হয়েছে।


৩১ ডিসেম্বরের মধ্যেই পোস্ট অফিসের সঞ্চয়, পিপিএফের ক্ষেত্রে আধার সংযুক্তিকরণের সময়সীমা ধার্য করা হয়েছে। এছাড়াও সরকারি প্রকল্পগুলি ও ভর্তুকির সুবিধা পাওয়ার ক্ষেত্রেও আধার সংযুক্তির সময়সীমা এই দিন পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে।