ওয়েব ডেস্ক : প্যান ও মোবাইল ফোন নাম্বারের সঙ্গে আধার লিঙ্ক করা বাধ্যতামূলক হয়েছে। এবার ড্রাইভিং লাইসেন্স পাওয়ার ক্ষেত্রেও আধার বাধ্যতামূলক হতে চলেছে। সেইসঙ্গে নতুন গাড়ির রেজিস্ট্রেশনের ক্ষেত্রেও বাধ্যতামূলক হতে চলেছে আধার। ডিজিটাল হরিয়ানা সামিট ২০১৭-তে সাংবাদিক বৈঠকে এমনই ইঙ্গিত দিলেন কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী রবি শঙ্কর প্রসাদ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মন্ত্রী বলেন, ড্রাইভিং লাইসেন্সের সঙ্গে আধার সংযুক্তিকরণের বিষয়টি নিয়ে ভাবনাচিন্তা চলছে। এই বিষয়ে সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়কড়ির সঙ্গে একবার তাঁর একদফা কথা হয়েছে। ট্রাফিক আইন ভাঙার জন্য লাইসেন্স বাতিল, ভুয়ো পরিচয় ও বিভিন্ন অপরাধ ঠেকাতে অনেকসময়ই একই ব্যক্তির একাধিক ড্রাইভিং লাইসেন্স রাখার উদাহরণ সামনে এসেছে। আধার সংযুক্তিকরণের মাধ্যমে এটা আটকানো সম্ভব হবে বলে আশাবাদী কেন্দ্র।


সূত্রের খবর, আগামী মাসেই জারি হতে পারে নয়া নির্দেশিকা। সব রকম ড্রাইভিং লাইসেন্সের জন্য বাধ্যতামূলক হতে পারে আধার। যদিও, আধার সংযুক্তিকরণ ব্যক্তির গোপনীয়তা রক্ষার অধিকার আদৌ খর্ব করছে কিনা, সেই নিয়ে সু্প্রিম কোর্ট এখনও চূড়ান্ত রায় দিতে বাকি। 


আরও পড়ুন, আধারের সঙ্গে আপনার ফোনের সিম লিঙ্ক করুন খুব সহজে, জেনে নিন