নিজস্ব প্রতিবেদন: দিল্লির মুখ্যসচিবকে নিগ্রহের অভিযোগে ধৃত ২ আপ বিধায়ককে বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিল আদালত। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দিল্লির মুখ্যসচিব অংশু প্রকাশকে ডেকে মুখ্যমন্ত্রীর সামনেই মারধরের অভিযোগ উঠেছে দুই আপ বিধায়ক আমানতুল্লা খান ও প্রকাশ জরওয়ালের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে জরওয়ালকে গ্রেফতার করে পুলিস। আত্মসমর্পণ করেন আমানতুল্লা খান। দুই অভিযুক্তকে এদিন ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে দিল্লির তিস হাজারি কোর্ট। বুধবার দুই বিধায়ককে হেফাজতে নিতে চেয়েছিল পুলিস।তবে সেই আর্জি খারিজ করে আদালত। 


আরও পড়ুন- উত্তর-পূর্ব দখল করতে বাংলাদেশি ঢোকাচ্ছে পাকিস্তান, বললেন সেনাপ্রধান



এই ঘটনায় জাতপাতের রাজনীতিকে ঢাল হিসেবে ব্যবহার করেছে আপ। তাদের দাবি, সংখ্যালঘু ও দলিত বিধায়ককে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। আপ নেতা আশুতোষের বক্তব্য, মুখ্যসচিবকে ১২ জন ঘিরে ধরেছিল। অথচ তিনি স্বাচ্ছন্দ্যে চলে গেলেন। ইতিমধ্যে একটি সিসিটিভি ফুটেজও প্রকাশ করেছে আপ। ওই ফুটেজে দেখা যাচ্ছে, মুখ্যসচিব বেরিয়ে যাচ্ছেন। তবে মেডিক্যাল রিপোর্ট বলছে, মুখ্যসচিবের শরীরে চোট রয়েছে। মুখ্যসচিবের নিগ্রহ নিয়ে রাজধানীতে ফের জমে উঠেছে আপ-বিজেপি তরজা।