নিজস্ব প্রতিবেদন: বছর ঘুরতেই বিধানসভা ভোট উত্তরপ্রদেশে (Uttar Pradesh Election 2021) । তবে হাওয়া এখন থেকেই গরম। কখনও তালিবান-পরিবারতন্ত্র, তো কখনও সংখ্যালঘু তোষণ নিয়ে বিরোধীপক্ষকে বিঁধেই চলেছে শাসক শিবির। আর এবার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) বিতর্কিত 'আব্বাজান' মন্তব্যে (Abbajaan) এককাট্টা হলেন বিরোধীরা। শুধু তাই নয়, যোগীকে বিঁধে টুইটে আব্বাজান হ্যাশট্যাগে (#Abbajaan) সরব বহু বিশিষ্টজন। ঠিক কী বলেছিলেন যোগী আদিত্য়নাথ?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রবিবার কুশীনগরে ভরা জনসভায় একের পর এক ইস্যুতে প্রাক্তন শাসকদল সমাজবাদী পার্টিকে আক্রমণ শানান যোগী। বলেন, '২০১৭ এ বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে 'আব্বাজান' বলা লোকেরাই রেশন পেত। ওরাই গরীবের চাকরি কেড়ে নিত। কুশীনগরের বরাদ্দ রেশনের চাল বাংলাদেশ, নেপালে চলে যেত।' দিনকয়েক আগেই উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির নেতা মুলায়ম সিং যাদবকে 'আব্বাজান' বলে ইঙ্গিত করেন যোগী। তাঁর আরও বক্তব্য, 'আগে তুষ্টিকরণের রাজনীতি হত। ফলে উন্নয়ন হয়নি। হিংসা, সন্ত্রাস, অত্যাচার, দুর্নীতিতে ভরে গিয়েছিল উত্তরপ্রদেশ। কিন্তু, ২০১৭ সালের পর থেকে অবস্থার বদল ঘটেছে।'



আরও পড়ুন: Uttar Pradesh: নির্বাচনে একাই লড়বে কংগ্রেস, নেতৃত্বে প্রিয়াঙ্কা


আরও পড়ুন: Yogi flyover contro: 'বিজ্ঞাপনের অনুমোদন কে দিয়েছিল?' যোগীর বিজ্ঞাপন বিতর্কে RTI তৃণমূলের


যোগীর 'আব্বাজান' মন্তব্যের পরেই টুইটারে ট্রেন্ডিং হ্যাশট্যাগ আব্বাজান। বাবার সঙ্গে ছবি পোস্ট করে যোগীর মন্তব্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছেন নেটিজেনরা। এদের মধ্যে রয়েছেন বেশকয়েকজন বিশিষ্টজন। যোগীর বিরুদ্ধে সরাসরি সাম্প্রদায়িক মেরুকরণের অভিযোগ তুলে সরব হয়েছেন সমাজবাদী পার্টি, বহুজন সমাজবাদী পার্টি, কংগ্রেস-সহ বিরোধী শিবিরের নেতারা। 






 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)