Uttar Pradesh: নির্বাচনে একাই লড়বে কংগ্রেস, নেতৃত্বে প্রিয়াঙ্কা

উত্তর প্রদেশে কংগ্রেসের মুখ্যমন্ত্রী কে হবেন সেই বিষয়ে কোনো সিদ্ধান্ত না হলেও রাজ্যের ৪০৩টি আসনেই প্রাথী দেবে দল।

Updated By: Sep 13, 2021, 02:49 PM IST
Uttar Pradesh: নির্বাচনে একাই লড়বে কংগ্রেস, নেতৃত্বে প্রিয়াঙ্কা

নিজস্ব প্রতিবেদন: উত্তর প্রদেশের আসন্ন বিধানসভা নির্বাচনে অন্য কোনো দলের সাথে জোট করবেনা বলে জানিয়ে দিল কংগ্রেস। প্রিয়াঙ্কা গান্ধীর নেতৃত্বে তারা ২০২২-এর নির্বাচনে লড়তে চলেছেন বলে রবিবার জানিয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সালমান খুরশিদ।

খুরশিদ জানিয়েছেন উত্তর প্রদেশে কংগ্রেসের মুখ্যমন্ত্রী কে হবেন সেই বিষয়ে কোনো সিদ্ধান্ত না হলেও রাজ্যের ৪০৩টি আসনেই প্রাথী দেবে দল। খুরশিদ জানান "আমরা দৃঢ় বিশ্বাস নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব। দলীয় কর্মীরা প্রতিটি কেন্দ্রে গিয়ে স্থানীয় জনগণের সমস্যা সম্পর্কে খোঁজ নেবেন"। 

আরও পড়ুন: Agartala: Abhishek Banerjee-র কর্মসূচিতে নিষেধাজ্ঞা Tripura Police-এর

খুরশিদ আগ্রায় গেছেন মানুষের সঙ্গে কথা বলে কংগ্রেসের নির্বাচনী ইস্তেহার বানানোর কাজের জন্য। কংগ্রেসের নির্বাচনী ইস্তেহারে এক্সপার্টদের বক্তব্যের থেকেও বেশি গুরুত্ব পাবে সাধারণ মানুষের দৈন্যন্দিন সমস্যা, জানিয়েছেন তিনি। এরফলে সাধারণ মানুষ এই ইস্তেহারের সঙ্গে বেশি একাত্মতা স্থাপন করতে পারবেন। 

অযোধ্যা, গোরখপুর, ঝাঁসী হয়ে রবিবার আগ্রা পৌঁছান খুরশিদ। মানুষের সঙ্গে কথোপকথনে রাজ্যের প্রচুর সমস্যার কথা উঠে এসেছে। বাড়তে থাকা বিদ্যুতে দাম, রেশন সমস্যা, বিধবা ভাতার মত অনেক বিষয়ে মানুষ সমস্যার সম্মুখীন হচ্ছেন বলে জানিয়েছেন তিনি।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.