জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিরোধী শিবিরে ক্রমেই কোণঠাসা হচ্ছে কংগ্রেস!‌ 'ইন্ডিয়া জোটের মুখ হোন মমতা বন্দ্যোপাধ্যায়'। এবার সওয়াল করলেন খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর মতে, 'কাউকে ছোট করে দেখা উচিত নয়। তৃণমূলের স্ট্রাইক রেট অন্য দলের থেকে বেশি। বিস্তারিত আলোচনা হওয়া প্রয়োজন'।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন:  Priyanka Gandhi: বাংলাদেশে অশান্তির মধ্যে প্রিয়ঙ্কার কাঁধে 'প্যালেস্টাইন' ব্যাগ, দেখেই তেতে উঠল বিজেপি


ঘটনাটি ঠিক কী? চব্বিশে লোকসভা ভোটের আগে বিজেপি বিরোধী জোটের ডাক দিয়েছিলেন মমতাই। এরপর কংগ্রেস নেতৃত্বে জোট বাধে ২৬ দল। জোটের নাম দেওয়া হয়  Indian National Developmental Inclusive Alliance বা সংক্ষেপে I.N.D.I.A। বস্তুত, লোকসভা ভোটে  দুশোরও বেশি আসনে জিতেছে এই বিরোধীদের ইন্ডিয়া জোটও। কিন্তু সম্প্রতি মহারাষ্ট্রে বিধানসভা ভোটে বিরোধীদের ভরাডুরি পর মমতাকে ইন্ডিয়া জোটের মুখ করার দাবি উঠতে শুরু করেছে।


সংসদে এখন শীতকালীন অধিবেশন চলছে। আজ, সোমবার সংসদ চত্বরে দাঁড়িয়েই অভিষেক বলেন, 'জাতীয় রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় সবচেয়ে সিনিয়র। ৭ বার সংসদের সদস্য ছিলেন। তৃতীয় দফায় মুখ্যমন্ত্রীত্ব করছেন। এর আগে চার দফায় কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন। একবার শিশু ও নারীকল্যাণ মন্ত্রী ছিলেন, একবার যুবকল্যাণ মন্ত্রী ছিলেন, ২ বার রেলমন্ত্রী আর একবার কয়লামন্ত্রী। সবচেয়ে সিনিয়র তো তিনিই। আমার মনে হয় বিস্তারিত আলোচনা হওয়া দরকার'।  


অভিষেকের আরও বক্তব্য়, 'কাউকে ছোট করে দেখা উচিত নয়। এই ভুলটাই বিজেপি করে, কংগ্রেস করে।  সপা, আপ, ডিএমকে জোটসঙ্গী হিসেবে জিতেছে। তৃণমূলই একমাত্র দল যে বিজেপিকেও হারিয়েছে, কংগ্রেসকেও হারিয়েছে। এতেই শক্তি বোঝা যায়। জনতার ভোটে জিতে এসেছে। জনতাকে কখনও ছোট ভাবা উচিত নয়। হতে পারে আমাদের সদস্যসংখ্য়া ২৯, কিন্তু বিজেপির যে ১৮ জন সাংসদ ছিল, ৬ সাংসদ কমানোর কাজটা তৃণমূল করেছে। তৃণমূলের স্ট্রাইক রেট দেখুন, আর অন্যদের দেখুন'। শুধু তাই নয়, কংগ্রেসের ইভিএম হ্যাকিংয়ের অভিযোগও খারিজ করে দিয়েছেন তিনি।


তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের সাফ কথা, 'যাঁরা ইভিএম নিয়ে প্রশ্ন তুলছেন, তাঁদের নির্বাচন কমিশনে গিয়ে দেখিয়ে দেওয়া উচিত, কীভাবে ইভিএম হ্যাক করা যায়। সঠিকভাবে ইভিএম বন্টন করা হয় এবং মক পোলের সময় বুথে কর্মীরা ঠিকমতো কাজ করেন, তাহলে আমার মনে হয় না, এই অভিযোগে কোনও সারবত্তা আছে'।



আরও পড়ুন:  Begging| Indore: সাবধান! শহরে এবার ভিক্ষা দিলেই বিপদ, FIR করবে পুলিস


চুপ করে থাকেনি কংগ্রেসও। পশ্চিমবঙ্গে দলের সভাপতি শুভঙ্কর সরকার পাল্টা দাবি, 'হয়তো বিজেপি সংখ্যা কমেছে, ১৮ থেকে ১২ হয়েছে। ভোট শতাংশ কত হয়েছে? ৩৮ শতাংশের বেশি। কংগ্রেস ও অন্য বিরোধী দলকে সুযোগ না দিয়ে, তৃণমূল কংগ্রেস যে পন্থটা অবলম্বন করেছে, পরিণামে বিজেপি বৃদ্ধি পেয়েছে। যদি এতই দম থাকে, লড়ুক না। ইন্ডিয়া জোটে থাকতে কে বলেছে'? 


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)